কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস এর কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিবি আট লাখ ২৬ হাজার ২০০ টাকা মূল্যের মালিকবিহীন পাঁচটি ভারতীয় NX-200 ATHENA গান, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি, ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং একটি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) উদ্ধার করা হয়।