রাজশাহীতে পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে রাজশাহী গিয়েছিলেন তাহমিনা বেগম মিনু (৫৫) নামের এক নারী। উদ্দেশ্য ছিল পাঁচ কোটি টাকার পাঁচ কেজি হেরোইন সংগ্রহ করা।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ তাহমিনা ও নাজমা বেগম নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি এলাকায় নাজমা বেগমের (৫৩) বাড়ি এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে তাহমিনা বেগম মিনুর বাড়ি। গোদাগাড়ী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন গতকাল রবিবার বলেন, ‘গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।’