ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অন্যথায় শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণসহ পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার সকালে পৌর এলাকার উলাইলে অবস্থিত প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড এবং ফ্যাশন নিট গার্মেন্টস লিমিটেড কারখানার সহস্রাধিক শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অন্যদিকে বকেয়া বেতন, ঈদ বোনাসসহ যাবতীয় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ করেছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিক-কর্মচারীরা।
গতকাল বিকেলে নগরীর বাসন থানার মোগরখাল এলাকায় টিএনজেড কারখানাসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান বেসিক ক্লথিং লিমিটেডের শ্রমিক শাহীন আলম।
গতকাল সকালে সাভারের ওই কারখানার শ্রমিকরা ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে বন্ধের (লে-অফ) নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা শ্রমিকদের বুঝিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
পরে দুপুরে কারখানার মালিকপক্ষের দাবি পূরণের আশ্বাস পেয়ে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
শ্রমিকরা জানান, কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানা খুলে দেওয়াসহ বকেয়া পরিশোদের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
এর আগে গত শনিবার কারখানা দুটির মূল ফটকে সাঁটানো কারখানা দুটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও কমপ্ল্যায়েন্স) মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে ৭ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই কারখানার গার্মেন্টস শাখা লে-অফ ঘোষণা করা হয়। তবে প্রশাসন (আংশিক) ও নিরাপত্তা বিভাগ এই লে-অফের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মধ্যে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড এবং ফ্যাশন নিট গার্মেন্টস লিমিটেডের গার্মেন্টস বিভাগের কাজ বন্ধ রাখার কথা জানিয়ে টাঙানো হয় নোটিশ।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘কারখানায় কাজ না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইড গ্রুপের দুটি কারখানায় লে-অফের নোটিশ টাঙানো কর্তৃপক্ষের উদাসীনতা বলে মনে করছি।
অন্যদিকে গাজীপুরের সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক এসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি হারুন সরকার প্রমুখ।