দীর্ঘ দেড় দশক পর আগামী সপ্তাহে পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে বসছে বাংলাদেশ। বৈঠকে পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন সে দেশের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১০ সালে। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপড়েন দেখা দেয়।