কাহারোলে বালুমহাল নিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের জেরে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার মামলায় আওয়ামী লীগদলীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ওসি মো. রুহুল আমিন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলোন সুন্দরপুর ইউনিয়নের জামান ইসলাম, হেলাল উদ্দীন, ১২ মাইল এলাকার সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বালুমহাল নিয়ে বিরোধে কাহারোলের সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মানিকের ওপর হামলা করেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আহত মানিককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যানের সমর্থকরা কান্তনগর মোড়ে সড়ক অবরোধ করেন।
এ সময় ওই রাস্তা দিয়ে কাহারোল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত নেতা শরিফুল ইসলামের হাতে-পায়ে ও মাথায় গুরুতর জখম করেন চেয়ারম্যানের সমর্থকরা। তাঁরা শরিফুল ইসলামের মোটরসাইকেলটিও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এবং ৪৭ হাজার টাকাও ছিনিয়ে নেন। হামলার পর জামায়াত নেতাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।