রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মডেল মেঘনা আলমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগটি সঠিক নয়। বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তাঁর রয়েছে।
মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাত এ আদেশ দেন।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বাসা থেকে আটক করা হয় অভিনেত্রী, মডেল ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে। এ সময় তিনি ফেসবুক লাইভে ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন।