লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৬৭ বাংলাদেশি। গতকাল শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে লিবিয়া থেকে কয়েক দফায় বেশ কিছু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জন (মোট ১৬৭ জন) অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।