বরগুনার সকিনার মোহনাসংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া চারটি ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক এ তথ্য জানান।
সিয়াম-উল হক বলেন, গত ২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা থেকে চারটি ফিশিং ট্রলার (এমভি তারেক, আব্দুল্লাহ তুফান, এমভি মা এবং জুনায়েদ ইসলাম) এবং ৬৭ জন জেলেসহ মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। এরপর গত ৯ এপ্রিল আনুমানিক রাত ১১টায় বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনাসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারগুলোতে আক্রমণ করে।