পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে লেখা, ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’
এমন আরেকটি চিরকুটে লেখা রয়েছে, ‘ড. ইউনূস স্যারকে আরো পাঁচ বছর চাই, সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।
’ এমন আরো অনেক চিঠিতে সাধারণ মানুষ তাদের মনের ভাব প্রকাশ করেছে পাগলা মসজিদে। প্রতিবারই দানবাক্স খুলে টাকা গণনার সময় মিলে অজ্ঞাতপরিচয়ের বহু চিঠি-চিরকুট।
গতকাল শনিবার সকাল ৭টার দিকে দানবাক্স খুলে ১১টি দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। দানের টাকায় রেকর্ড ভেঙে চলেছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ।
১১টি দানবাক্সে এবার চার মাস ১১ দিনে পাওয়া গেছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় দানবাক্সগুলো খোলা হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর সর্বশেষ খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন মসজিদের ১১টি দানবাক্স খুলে আট কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন।