বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) গতকাল ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এবং দেশের শীর্ষস্থানীয় চাকরি প্রদানকারী অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের সার্বিক সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী। সংবাদ বিজ্ঞপ্তি
প্রথমবার মা হওয়া নারীদের প্রসব-পরবর্তী সেবার হার ও মান বৃদ্ধি করা এবং প্রসব-পরবর্তী পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘সংযোগ’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। এ আয়োজনে বাবাদেরও অংশগ্রহণ ছিল। গত বুধবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সংযোগ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও নানা সাফল্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবাদ বিজ্ঞপ্তি