বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সুইমিংপুল উদ্বোধন

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সাঁতার শেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সাঁতার শেখার সুযোগ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গতকাল সুইমিংপুল উদ্বোধন করা হয়। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুইমিংপুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে সুইমিংপুলটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সাঁতার শেখার সুযোগ চালু হলো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও সার্বিক বিকাশে এটি একটি মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, শুধু পাঠ্যবই নয়, শিক্ষার্থীদের সব দিক থেকেই প্রস্তুত করতে হবে। সাঁতার জীবনের জন্য এক অপরিহার্য দক্ষতা।

আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও সচেতনভাবে গড়ে উঠুক। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা চলতি বছরের ১ জানুয়ারি আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পেরেছি। শুরু থেকেই এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিতে গুরুত্ব দিচ্ছি। এটি আমরা তিন ভাগে ভাগ করেছিএকাডেমিক, স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি আরো বলেন, স্পোর্টসের বিষয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত আগ্রহী। তিনি দেখেছেন, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে খেলাধুলার বিশাল আয়োজন রয়েছে। সেই সুযোগ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তারই অংশ হিসেবে বাচ্চাদের সাঁতার শেখার সুযোগ আমরা পেয়েছি। তাঁর নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থীকে সাঁতার শেখাতে হবে এবং আমরা সেটি নিশ্চিত করব।

আজ থেকে সেই যাত্রা শুরু হলো। এখানকার শিক্ষার্থীরা বিনা খরচে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে সাঁতার শিখতে পারবে। আমাদের প্রশিক্ষকরা জাতীয় পর্যায়ে সাঁতারে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

দেখা গেছে, সাঁতার শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সুইমিংপুলের চারপাশে তারা উৎসাহ নিয়ে দাঁড়িয়ে ছিল উদ্বোধনের সময়। উদ্বোধনের পর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইস্রাফিল হাসান বলে, আমি সাঁতার শেখার সুযোগ পাইনি। এখন স্কুলেই যদি এমন সুযোগ থাকে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই।

একই শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, সাঁতার শেখাটা শুধু মজার নয়, প্রয়োজনীয়ও। স্কুলে এমন সুযোগ পাওয়া আমাদের জন্য বড় সুবিধা।

শিক্ষার্থী নাফিস আল সাদ বলে, এখন থেকে সাঁতার শেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারব। সব মিলিয়ে দারুণ লাগছে।

কোরআন তিলাওয়াত ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রশিক্ষক প্রমি আক্তার ও সেতু আক্তার শিক্ষার্থীদের সাঁতার কেটে দেখান এবং সাঁতার শেখানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

জাতীয় পর্যায়ের এই দুই সাঁতারু প্রশিক্ষক শিক্ষার্থীদের সাঁতার শেখানোর সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রমি আক্তার বলেন, এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি চাই শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষণ দিতে যেন তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং বিজয়ী হয়।

সেতু আক্তার বলেন, আমি এর আগে একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিয়েছি। এখানে আবেদন করার পর আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি। আমি চাই, এখানকার শিক্ষার্থীরা সুস্থ থাকুক এবং জাতীয় পর্যায়ে অংশ নিতে সক্ষম হোক।

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী স্পোর্টস টিচার জাকিয়া সুলতানা সুবর্ণা বলেন, এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটির মধ্যে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমের দায়িত্বে আমি আছি। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

সংকটকালে কয়লাবাহী একটি জাহাজ ভিড়েছে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
সংকটকালে কয়লাবাহী একটি জাহাজ ভিড়েছে

অবশেষে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা আরো একটি কয়লাবাহী জাহাজ গতকাল বৃহস্পতিবার বন্দরে ভিড়েছে। ডায়মন্ড ট্রেডার ম্যানিলা নামের জাহাজটি ৬৪ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল মাতারবাড়ী বন্দরের জেটিতে ভেড়ে। জাহাজটি ভিড়া মাত্রই দুপুর দেড়টা থেকে শুরু হয় কয়লা খালাসের কাজ। গত মাসের আলোচিত কাদামাটি ও ময়লা মেশানো কয়লা কেলেঙ্কারির পর তীব্র সংকটের মুখে কেন্দ্রটির উৎপাদন দুই সপ্তাহ ধরে সর্বনিম্নে এসে দাঁড়িয়েছিল।

তবে ডায়মন্ড ট্রেডার ম্যানিলা জাহাজটির কয়লাগুলো কী রকম, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুপুর থেকে খালাস শুরু হলেও জাহাজের উপরিভাগের কয়লাগুলো ভালো দেখা গেছে।

বাংলাদেশের মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট এবং ভারতের আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিংয়ের (সিঙ্গাপুরে নিবন্ধিত) ৬৩ হাজার টন কয়লা নিয়ে এমভি ওরিয়েন্ট অর্কিড নামের একটি জাহাজ গত ১৭ মার্চ বন্দরে ভিড়েছিল। জাহাজটি থেকে কয়লা খালাস করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান ইন্দোনেশিয়া থেকে আনা কয়লার চালানটি মাটি মেশানো।

শ্রমিকরা খালাসে আপত্তি জানালে মেঘনা গ্রুপের কর্মকর্তারা তড়িঘড়ি করে পুরো জাহাজের কয়লা খালাস করাতে মরিয়া হয়ে পড়েন। এরই মধ্যে গণমাধ্যমে মাটি মেশানো কয়লার চালানের বিষয়টি চাউর হয়ে পড়লে জাহাজটি থেকে কয়লা খালাস বাধাপ্রাপ্ত হয়। ততক্ষণে ২২ হাজার ৩৫০ টন মাটি মেশানো কয়লা খালাস করে ফেলা হয়।

বাকি ৪০ হাজার ৬৫০ টন মাটি মেশানো কয়লা নিয়ে এমভি ওরিয়েন্টকে বন্দরের বাইরে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়।

সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মাটি মেশানো বাকি কয়লা খালাস করতে ব্যর্থ হয় মেঘনা কম্পানি।

বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন, কয়লাসংকটের কারণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমেছে। তবে গতকাল আরেকটি কয়লার চালান পৌঁছায় এবার উৎপাদন বাড়বে।

মন্তব্য
রবিবার আবার সংলাপ

সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বিএনপি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপি নেতাদের বৈঠক হয়। ছবি : ফোকাস বাংলা

সংস্কার কমিশনের দেওয়া সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে টানা ছয় ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী রবিবার আবারও সংস্কার ইস্যুতে সংলাপ হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংলাপে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

সংলাপের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। তিনি বলেন, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে।

আমরা বারবার দেখছি এ দেশে কেবল গণতন্ত্রই হোঁচট খেয়েছে তা নয়, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রও প্রতিষ্ঠিত হয়েছিল। যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে, বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এমন ব্যক্তিতান্ত্রিক স্ব্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে এবং অতীতের মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেই জায়গাটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এ প্রচেষ্টা। তিনি আরো বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্নমত নিয়ে আলোচনা করতে চাই।
গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়।

প্রথম দিনের সংলাপ শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে ১৩১টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ৭০টি বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতিসহ সব বিষয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে।

সংবিধান সংশোধনসংক্রান্ত সংস্কার কমিশনের ২৫টিতে একমত, ২৫টির মতো বিষয়ে আংশিকভাবে একমত হয়েছি। বাকি বিষয়গুলোতে একমত হতে পারিনি।

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) গতকাল ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এবং দেশের শীর্ষস্থানীয় চাকরি প্রদানকারী অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের সার্বিক সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী। সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষাঙ্গন

বর্ণিল আয়োজনে বঙ্গাব্দ ১৪৩২-কে বরণ করে নিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। ১৩ থেকে ১৫ এপ্রিল তিন দিনের আয়োজনে বৈশাখী মেলার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের আয়োজনে সংগীত, নৃত্য ও নাটকের পরিবেশনা। পহেলা বৈশাখ সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

সংযোগ

শেয়ার
সংযোগ
প্রথমবার মা হওয়া নারীদের প্রসব-পরবর্তী সেবার হার ও মান বৃদ্ধি করা এবং প্রসব-পরবর্তী পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘সংযোগ’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। এ আয়োজনে বাবাদেরও অংশগ্রহণ ছিল। গত বুধবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সংযোগ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও নানা সাফল্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ