৪৭তম বিসিএস প্রিলির নতুন তারিখ ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৪৭তম বিসিএস প্রিলির নতুন তারিখ ৮ আগস্ট

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে। সেই সঙ্গে ৪৪ থেকে ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল রবিবার পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ৪৪ থেকে ৪৬তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা ও সম্ভাব্য সময়ও জানানো হয়েছে।

৪৪-৪৬তম বিসিএস : বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে এবং পরিবর্তিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী জুনের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বিভ্রান্ত না হয়ে ওয়েবসাইটে নজর রাখুন : পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনে বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য পিএসসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিএসসির পরীক্ষা নেওয়ার অপরিহার্য কিছু বিষয়, যেমনপ্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় পিএসসিকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতন ভারতীয়দের

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি
শেয়ার
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতন ভারতীয়দের

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এবার এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। আজিনুর রহমান (২৪) নামের ওই বাংলাদেশি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের (টাঙাটারি) নুর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলে সন্ধ্যায় জানিয়েছে বিজিবি।

জেলার হাতীবান্ধা সীমান্তে গুলি ও নির্যাতন করে এক বাংলাদেশিকে হত্যার তিন দিনের মাথায় আজিনুরকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল। বিজিবি ও স্থানীয়রা জানায়, আজিনুর মায়ের সঙ্গে গতকাল জমগ্রাম ডাঙ্গারপাড় সীমান্তসংলগ্ন নিজেদের ভুট্টাক্ষেত থেকে গরুর জন্য পাতা সংগ্রহ করছিলেন।

মন্তব্য
ধর্ম উপদেষ্টা

কওমি শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কওমি শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত
আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কওমি সনদের বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ এটি বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, শিক্ষা মন্ত্রণালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন।

এখন আমাদের দেখতে হবে, কওমির সনদ ও সুবিধা যাঁরা নিতে চান, তাঁরা নিতে কতটা প্রস্তুত। তাঁরা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার জীবন ও কর্ম নামে একটি গ্রন্থের প্রকাশনা এবং তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। আ ফ ম খালিদ হোসেন বলেন, চাকরি ও কওমি সনদের স্বীকৃতির বিষয়ে আলেম-ওলামাদের মধ্যে একটি ফিলসপি কাজ করে, সেটি হলো দারুল উলুম দেওবন্দের আটটি নীতির একটি হলো সরকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা।

মন্তব্য

সকালে আওয়ামী লীগের মিছিল, দুপুরে দলটি নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সকালে আওয়ামী লীগের মিছিল, দুপুরে দলটি নিষিদ্ধের দাবি

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে গতকাল শুক্রবার রাজধানী ঢাকার উত্তরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এদিকে এই মিছিলের প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একই স্থানে দুপুরে ছাত্র-জনতার ব্যানারে মিছিল করা হয়েছে।

আওয়ামী লীগের মিছিলের ব্যানারে লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা। মিছিল থেকে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়।

বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ। সেই ভিডিওতে দেখা যায়, দুটি ব্যানার নিয়ে ২৫ থেকে ৩০ জন মিছিল করছেন। তাঁরা দ্রুতগতিতে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন।

ছাত্র-জনতার ব্যানারের মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

একই সঙ্গে উত্তরায় যাঁরা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছেন, তাঁদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ সময় তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

মিছিলে অংশ্রগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ হত্যা, আওয়ামী লীগের বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ রয়েছে।

সেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

কালিয়াকৈরে ফেসবুকে পোস্ট দিয়ে কারখানা শ্রমিকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে ফেসবুকে পোস্ট দিয়ে কারখানা শ্রমিকের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন এক শ্রমিক। গতকাল শুক্রবার ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার  ইদ্রিস আলী তাঁর ফেসবুক পেজে পোস্ট দিয়ে কারখানার ভেতরে বিষাক্ত কেমিক্যাল পান করেন। এ ঘটনার পর ওই কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

  নিহত ইদ্রিস আলী (১৯) নীলফামারী সদর উপজেলার নিত্যনন্দী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সপরিবারে বাসা ভাড়া নিয়ে মৌচাকের মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার কার্টুন সেকশনে কাজ করতেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ