এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ৮৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই অপরাধে সহযোগিতার দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে পরিদর্শকের দায়িত্ব পালন করা
১৮ জন শিক্ষককে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।
এসএসসি পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। বাকি ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষার্থী বহিষ্কার : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাকেন্দ্রে সর্বোচ্চসংখ্যক ৩৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রগুলোতে বহিষ্কার করা হয়েছে ১৬ জন পরীক্ষার্থীকে।
এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর ও সিলেট শিক্ষা বোর্ড ছাড়া বাকি সাতটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা শিক্ষা বোর্ডে ৯ জন, ময়মনসিংহে আট, দিনাজপুরে পাঁচ, বরিশালে চার, কুমিল্লায় তিন ও রাজশাহী-চট্টগ্রামের একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
পরিদর্শক বহিষ্কার : এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় দেশের বিভিন্ন স্থানে ১৫ জন পরিদর্শককে বহিষ্কারের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাকেন্দ্রগুলোতে বহিষ্কার করা হয়েছে তিনজন পরিদর্শককে।