জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে তিনি দলের অস্থায়ী কার্যালয়ের দপ্তর সেলে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। গতকাল শনিবার গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ বিষয়ে রাফিদ ভূঁইয়া বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি দপ্তর সেলে জমা দিয়েছি।’ তবে রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনসিপি। এদিকে পদত্যাগের বিষয়ে জানানোর এক দিন আগেই গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তরায় আওয়ামী লীগের মিছিলের বিষয়ে ক্ষোভ জানিয়ে পোস্ট করেন তিনি। পোস্টে রাফিদ এম ভূঁইয়া বলেন, ‘এয়ারপোর্টে আজকে (শুক্রবার) যে মিছিল হলো সেটার পিছে অন্তত তিন মাস ধরে কাজ করা হইছে। এই মিছিলগুলা যাতে হতে না পারে সে জন্য আমরা সবাই অনেক কাজ করছি।’