আজ থেকে ৫০ বছর আগে। ১৯৭১ সালের ১ আগস্ট। রবিবার। সেদিন একটি স্বাধীন দেশের জন্মের সঙ্গে রবিশঙ্কর, জর্জ হ্যারিসন ও বব ডিলানের মতো শিল্পীরা জড়িয়েছিলেন নিজেদের নাম। দর্শকরাও সেই আয়োজনে গভীরভাবে মিশে গিয়েছিলেন। তাঁদের একজন লিন্ডা এন্তোনোসি। এত বছর পর শামীম আল আমিন তাঁর দেখা পেয়েছিলেন
বয়সের ভারে এখন ন্যুব্জ। তবু প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে, বুকে বই চেপে ধরে ঘুরে বেড়ান শহরের ওলিগলি থেকে রাজপথ। রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে এভাবে বই বিক্রি করে চলেছেন ২৮ বছর। নওগাঁয় হায়দার আলী ইকবালের দেখা পেয়েছিলেন ফরিদুল করিম
কুড়িগ্রামের সুখাতী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের নাম এখন অনেকেই জানেন। কিছুদিন আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ‘দেশসেরা’র স্বীকৃতি পেয়েছে বিদ্যালয়টি। এ পর্যন্ত স্কুলটির বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচটি শিশু স্বাভাবিক জীবনে ফিরেছে। ফেরার অপেক্ষায় আরো ২৩ শিশু। উদ্যোক্তা আলমগীর হোসেন নামের এক তরুণ। লিখেছেন আব্দুল খালেক ফারুক