পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে জালিয়াতি

সাবেক উপাচার্যের ছেলেসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
সাবেক উপাচার্যের ছেলেসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত

নিয়োগপ্রক্রিয়ায় জালিয়াতির কারণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনুসহ ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত (বরখাস্ত) করা হয়েছে। এ প্রক্রিয়ায় রয়েছেন আরো ২৬ জন। পবিপ্রবিতে ৫৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করল। অধ্যাপক স্বদেশ চন্দ্র ২০২১ সালের ১৭ মে থেকে ২০২৪ সালের ২২ আগস্ট পর্যন্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন।

পবিপ্রবির বর্তমান উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না নিয়েই কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ প্রকাশ করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়েছে। সে অনুযায়ী ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ইউজিসির অনুমোদন না থাকায় ওই কর্মকর্তারা সাময়িক বরখাস্তকালীন খোরপোশও পাবেন না।

উপাচার্য আরো বলেন, শুধু কর্মকর্তা নন, কর্মচারী নিয়োগেও অনিয়মের বিষয়টি তদন্তে উঠে এসেছে। অনেকের ফাইলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না। যাঁদের কাগজ পাওয়া যাচ্ছে, তাঁদের মধ্যে অন্তত ২৬ কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা (সাময়িক বরখাস্ত) গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। চাকরিচ্যুতির বিষয়টি উচ্চ আদালতকে লিখিতভাবে জানোনো হবে।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ছেলে তানভীর হাসান স্বাধীন সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ২৭ ফেব্রুয়ারি আমাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিলে আমি রেজিস্ট্রার দপ্তরে জবাব দিয়েছি।

পবিপ্রবির সেকশন অফিসারসহ বিভিন্ন পদের নিয়োগ কেন অবৈধ হবে না, এর কারণ জানতে সাবেক উপাচার্য, রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ২৮ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন।

শামসুল হুদা রিফাত নামের এক চাকরিপ্রত্যাশীর দায়েরকৃত রিট পিটিশনের শুনানি শেষে উচ্চ আদালত ওই রুল জারি করেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে।

এর আগে ২০২৩ সালের ২৭ নভেম্বর পবিপ্রবি শিক্ষক সমিতির লিখিত অভিযোগের ভিত্তিতে ইউজিসিকে তদন্ত করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ জানুয়ারি ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। একই বছরের ২৭ ফেব্রুয়ারি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তৎকালীন উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাকরিপ্রার্থী ইসরাত জাহান অনি পটুয়াখালীর আদালতে মামলা করেন। দুটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় রুদ্রপল্লীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুদ্রপল্লীর প্রয়াত হরিদাস রুদ্র মহাজনের একান্নবর্তী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫ সদস্যের ডাকাতদল দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুই নারী ও তিন পুরুষ সদস্য গুরুতর আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাতরা দেড় ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, এক লাখ ৩১ হাজার টাকা, বেশ কয়েকটি দামি মোবাইল ফোনসেটসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

মন্তব্য

বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত

বিদ্যালয়ের বেঞ্চে বসা নিয়ে তর্কের মাঝে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে তাদেরই সহপাঠী আরেক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে এক শিক্ষক বিদ্যালয়ের পাশেই একটি বাড়িতে ওই প্রতিষ্ঠানেরই নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন।

এ সময় শিক্ষার্থী মো. রাব্বি আহমেদ ও মো. ইউসুফের সঙ্গে একই শ্রেণির মো. মশিউরের বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মশিউর প্রাইভেট শেষ করে সেখান থেকে চলে যায়। তার ঘণ্টাখানেক পর লটাখোলা উচ্চ বিদ্যালয়ে তার ক্লাসে ঢুকে ফের রাব্বি ও ইউসুফের বসে থাকা বেঞ্চে বসতে চায় মশিউর। তখন তাদের দুজনকে মশিউর তার কাছে থাকা ছুরি দিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই এলোপাতাড়ি কোপায়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
শেয়ার
দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রি আব্দুল্লাহ আল মামুন ও পঞ্চগড়ে রুবেল ইসলাম নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাসপাড়ায় এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, মামুন কারখানায় ইলেকট্রিক মেশিন দিয়ে কাঠ পলিশের কাজ করছিল।

এদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জে টিপার ট্রাক মেরামতের সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে ট্রাকটি। এ সময় বিদ্যুৎস্পর্শে  রুবেল ইসলাম (২১) নামের এক মেকানিক নিহত হয়েছেন।

মন্তব্য

বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই

ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০১৮ সালের ২৪ মে ময়মনসিংহে নিহত হয়েছিলেন ময়মনসিংহের পুরোহিত পাড়ার যুবক রাজন। সাত বছর পর রাজন খুনের ঘটনায় তাঁর বাবার করা মামলার তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালত।

গত রবিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শরিফুল হক এই আদেশ দেন। মামলার আসামি হিসেবে রয়েছেন জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্য।

জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর নিহত রাজনের বাবা হারুন অর রশিদ জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলার বিবরণে অভিযোগ করা হয়, জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানের নেতৃত্বে রাজনকে ঘুম থেকে উঠিয়ে আটক করে। পরে তার লাশ পাওয়া যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ