পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে জালিয়াতি

সাবেক উপাচার্যের ছেলেসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
সাবেক উপাচার্যের ছেলেসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত

নিয়োগপ্রক্রিয়ায় জালিয়াতির কারণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনুসহ ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত (বরখাস্ত) করা হয়েছে। এ প্রক্রিয়ায় রয়েছেন আরো ২৬ জন। পবিপ্রবিতে ৫৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করল। অধ্যাপক স্বদেশ চন্দ্র ২০২১ সালের ১৭ মে থেকে ২০২৪ সালের ২২ আগস্ট পর্যন্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন।

পবিপ্রবির বর্তমান উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না নিয়েই কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ প্রকাশ করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়েছে। সে অনুযায়ী ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ইউজিসির অনুমোদন না থাকায় ওই কর্মকর্তারা সাময়িক বরখাস্তকালীন খোরপোশও পাবেন না।

উপাচার্য আরো বলেন, শুধু কর্মকর্তা নন, কর্মচারী নিয়োগেও অনিয়মের বিষয়টি তদন্তে উঠে এসেছে। অনেকের ফাইলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না। যাঁদের কাগজ পাওয়া যাচ্ছে, তাঁদের মধ্যে অন্তত ২৬ কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা (সাময়িক বরখাস্ত) গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। চাকরিচ্যুতির বিষয়টি উচ্চ আদালতকে লিখিতভাবে জানোনো হবে।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ছেলে তানভীর হাসান স্বাধীন সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ২৭ ফেব্রুয়ারি আমাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিলে আমি রেজিস্ট্রার দপ্তরে জবাব দিয়েছি।

পবিপ্রবির সেকশন অফিসারসহ বিভিন্ন পদের নিয়োগ কেন অবৈধ হবে না, এর কারণ জানতে সাবেক উপাচার্য, রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ২৮ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন।

শামসুল হুদা রিফাত নামের এক চাকরিপ্রত্যাশীর দায়েরকৃত রিট পিটিশনের শুনানি শেষে উচ্চ আদালত ওই রুল জারি করেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে।

এর আগে ২০২৩ সালের ২৭ নভেম্বর পবিপ্রবি শিক্ষক সমিতির লিখিত অভিযোগের ভিত্তিতে ইউজিসিকে তদন্ত করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ জানুয়ারি ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। একই বছরের ২৭ ফেব্রুয়ারি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তৎকালীন উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাকরিপ্রার্থী ইসরাত জাহান অনি পটুয়াখালীর আদালতে মামলা করেন। দুটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

পরে দুপুর ১টা ২০ মিনিটে ফেরি কপোতাক্ষতে চড়ে ২টা ২০ মিনিটে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে পৌঁছে সেটি। ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ চ্যানেলে ফেরি সার্ভিস শুরু হবে।

মন্তব্য

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই।

মন্তব্য
সংক্ষিপ্ত

কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যপ্রাণীর উপকারিতাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি : কালের কণ্ঠ

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে মানুষ ও সংস্কৃতি, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে প্রাইমেট ফেয়ার-২০২৫ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মেলায় উপস্থিত ছিলেন প্রাইমেট ফেয়ারের মূল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল প্রমুখ।

 

মন্তব্য

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।

এতে ক্ষিপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর জহির বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে একটি মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ