লক্ষ্মীপুরের কমলনগর

রাজনৈতিক দলের মধ্যে ‘কোটায়’ বণ্টন ঈদ ভিজিএফ

আমানত উল্যাহ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
আমানত উল্যাহ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
শেয়ার
রাজনৈতিক দলের মধ্যে ‘কোটায়’ বণ্টন ঈদ ভিজিএফ

ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া বিশেষ সুবিধার ভিজিএফ কার্ড লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রাজনৈতিক দলের মধ্যে কোটার ভিত্তিতে বণ্টন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকৃত দুস্থ মানুষের চেয়ে দলীয় লোকেরাই বেশির ভাগ এই কার্ডের চাল হাতিয়ে নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকার উপজেলার ৯টি ইউনিয়নের গরিব ও দুস্থের জন্য ৪৫২ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। এর বিপরীতে ৪৫ হাজার ১৯৯টি কার্ডে জনপ্রতি ১০ কেজি করে চাল পাবে তারা।

গেল সপ্তাহে ইউনিয়ন পরিষদের সভায় উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোটার ভিত্তিতে কার্ড বণ্টনের দাবি করেন। তাঁদের রোষ থেকে বাঁচতে দাবি মেনে নেয় পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা।

জানা গেছে, উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের গরিব ও দুস্থের জন্য পাঁচ হাজার ৫০০টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বিএনপি এক হাজার, জামায়াত ৫০০, গণ অধিকার পরিষদ ২০০টিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রায় দুই হাজার কার্ড রাজনৈতিক কোটায় হাতিয়ে নিয়েছে।

তোরাবগঞ্জ ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার কার্ডের মধ্যে বিএনপি ৬০০, জামায়াত ১৫০, জেএসডি ১৫০, ইসলামী আন্দোলন ৫০, নাগরিক পার্টি ১৫০ ও খেলাফত মজলিস ১৫০টি কার্ড বরাদ্দ পেয়েছে।

অন্যদিকে চরমার্টিন ইউনিয়নের ছয় হাজার কার্ডের মধ্যে বিএনপি ৮৫০, জামায়াত ১৫০ ও জেএসডি ১৫০টি বরাদ্দ নিয়েছে। ইউনিয়নটির প্রশাসক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার টিপু সুলতান রেখেছেন ৭০০ কার্ড। এ ছাড়া চরকাদিরা ইউনিয়নের সাত হাজার ৫০০ কার্ডের মধ্যে বিএনপি ৯০০, জামায়াত ৫০০ ও জেএসডির জন্য ৪০০টি কার্ড দেওয়া হয়েছে।

উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, সবার সঙ্গে সমন্বয় করেই কাজ করতে হয়। তাই বাধ্য হয়েই রাজনৈতিক দলের জন্য ওই সব কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। নিজের নামে ৭০০ কার্ড রাখার বিষয়টি সঠিক নয় দাবি করে তিনি বলেন, আমি কিছু নাম রেখেছি। যাতে গরিব-অসহায় মানুষকে দিতে পারি। চরকাদিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুন বলেন, আমরা এরই মধ্যে দলীয়ভাবে কার্ডগুলো ভাগ করে দিয়েছি।

তারা তাদের মতো করে এগুলো বিতরণ করবে। জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের তা অস্বীকার করে বলেন, জামায়াতে ইসলামী সব সময় কোটার বিরুদ্ধে। জামায়াতের নেতাকর্মীরা এর সঙ্গে সম্পৃক্ত নন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের বলেন, কেউ বিএনপির নাম ভাঙিয়ে কোটা সিস্টেমে বরাদ্দ নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি মো. কামাল হোসেন বলেন, সরকারি সহায়তায় এ ধরনের কোটা থাকলে গরিব মানুষ বঞ্চিত হয় এবং এতে স্বজনপ্রীতি হওয়ার সম্ভাবনা থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, এ ধরনের সিস্টেম কারা চালু করছে, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।

মন্তব্য

সম্পর্কিত খবর

চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় রুদ্রপল্লীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুদ্রপল্লীর প্রয়াত হরিদাস রুদ্র মহাজনের একান্নবর্তী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫ সদস্যের ডাকাতদল দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুই নারী ও তিন পুরুষ সদস্য গুরুতর আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাতরা দেড় ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, এক লাখ ৩১ হাজার টাকা, বেশ কয়েকটি দামি মোবাইল ফোনসেটসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

মন্তব্য

বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত

বিদ্যালয়ের বেঞ্চে বসা নিয়ে তর্কের মাঝে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে তাদেরই সহপাঠী আরেক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে এক শিক্ষক বিদ্যালয়ের পাশেই একটি বাড়িতে ওই প্রতিষ্ঠানেরই নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন।

এ সময় শিক্ষার্থী মো. রাব্বি আহমেদ ও মো. ইউসুফের সঙ্গে একই শ্রেণির মো. মশিউরের বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মশিউর প্রাইভেট শেষ করে সেখান থেকে চলে যায়। তার ঘণ্টাখানেক পর লটাখোলা উচ্চ বিদ্যালয়ে তার ক্লাসে ঢুকে ফের রাব্বি ও ইউসুফের বসে থাকা বেঞ্চে বসতে চায় মশিউর। তখন তাদের দুজনকে মশিউর তার কাছে থাকা ছুরি দিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই এলোপাতাড়ি কোপায়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
শেয়ার
দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রি আব্দুল্লাহ আল মামুন ও পঞ্চগড়ে রুবেল ইসলাম নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাসপাড়ায় এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, মামুন কারখানায় ইলেকট্রিক মেশিন দিয়ে কাঠ পলিশের কাজ করছিল।

এদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জে টিপার ট্রাক মেরামতের সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে ট্রাকটি। এ সময় বিদ্যুৎস্পর্শে  রুবেল ইসলাম (২১) নামের এক মেকানিক নিহত হয়েছেন।

মন্তব্য

বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই

ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০১৮ সালের ২৪ মে ময়মনসিংহে নিহত হয়েছিলেন ময়মনসিংহের পুরোহিত পাড়ার যুবক রাজন। সাত বছর পর রাজন খুনের ঘটনায় তাঁর বাবার করা মামলার তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালত।

গত রবিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শরিফুল হক এই আদেশ দেন। মামলার আসামি হিসেবে রয়েছেন জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্য।

জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর নিহত রাজনের বাবা হারুন অর রশিদ জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলার বিবরণে অভিযোগ করা হয়, জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানের নেতৃত্বে রাজনকে ঘুম থেকে উঠিয়ে আটক করে। পরে তার লাশ পাওয়া যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ