চাকরিচ্যুতিকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ‘এক্সেল শিওর শুজ’ নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তাঁদের সড়ক থেকে তুলে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।