দিনাজপুরের বোচাগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শুভজিৎ রায় নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত শুভজিৎ রায় বোচাগঞ্জ উপজেলার বথ গ্রামের অনাথ রায়ের ছেলে। তিনি সেতাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং নোয়াখালী জেলায় একটি পোলট্রি ফার্মে চাকরি করেন।
বাদীর করা মামলার সূত্রে জানা যায়, শুভজিৎ রায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোস্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একাধিকবার কটূক্তি করেন। তাঁর করা মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়ির সামনে সোমবার বিক্ষোভ করে। এ সময় শুভজিৎ রায়সহ তাঁর পরিবারের লোকজনও পালিয়ে যায়।
পরে প্রশাসন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শুভজিৎ রায়ের বাড়িতে পাহারা বসায়। এ ঘটনায় হাবিবুর রহমান নামের একজন বাদী হয়ে মামলা করেন।
বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার শুভজিৎ রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে চালান করে দেওয়া হয়েছে।