লক্ষ্মীপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত রংমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে নেত্রকোনা, রাজশাহী ও রংপুরে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—
লক্ষ্মীপুর : পাওনা টাকা চাওয়ায় ডেকে নিয়ে ইউছুফ হোসাইন (৩৫) নামের এক রংমিস্ত্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় গত ৫ এপ্রিল। ছয় দিন পর গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুরে একটি ধানক্ষেত থেকে আছিয়া খাতুন (৭০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে থানার পুলিশ।
বাঘা (রাজশাহী) : বাঘা উপজেলায় চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীতে ভুট্টাক্ষেত থেকে গত বৃহস্পতিবার শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে উপজেলার এনায়েতপুর (দক্ষিণপাড়া) নলেয়া নদীর পাশে মিজানুর রহমানের পুকুর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।