মৌলভীবাজারের শ্রীমঙ্গল

বৃষ্টির স্পর্শে সজীবতা ফিরেছে চা-বাগানে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
বৃষ্টির স্পর্শে সজীবতা ফিরেছে চা-বাগানে
প্রয়োজনীয় পানির অভাবে প্রাণ হারাতে বসেছে বিভিন্ন চা-বাগানের চা-গাছ। বৃষ্টিতে সজীবতা ফিরে পেয়েছে চা-বাগানগুলো। ছবি : কালের কণ্ঠ

সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতে সজীবতা ফিরে পেয়েছে চা-বাগানগুলো। দীর্ঘদিন খরার কবলে পড়েছিল চা-শিল্প। বৃষ্টি না থাকায় প্রাকৃতিক জলধারায় তৈরি হয়নি। ফলে প্রয়োজনীয় পানির অভাবে প্রাণ হারাতে বসেছে বিভিন্ন চা-বাগানের চা-গাছগুলো।

বাগানের সেকশনে পর্যাপ্ত ছায়াবৃক্ষ না থাকায় রোদের তীব্রতা সহ্য করতে পারছে না চা-গাছ। পাতা পুড়ে গিয়ে গাছ মারা যাওয়ার উপক্রম হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ের বৃষ্টিপাতে দেখা দিয়েছে ইতিবাচক সম্ভাবনা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যানে প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিন শ্রীমঙ্গলের কয়েকটি চা-বাগানে গিয়ে দেখা যায়, বৃষ্টিপাতের ফলে প্রুনিং করা (ছাঁটাইকৃত) চা-গাছগুলোয় দ্রুত নতুন কুঁড়ি চলে এসেছে। ছাঁটাই করা গাছগুলোয় কিছুটা সজীবতাও ফিরেছে। কিছুদিন পরই শুরু হবে পাতা উত্তোলন।

ভাড়াউড়া চা-বাগানের চৌকিদার (গার্ড) সত্যনারায়ণ দোষাদ বলেন, এই বৃষ্টি হওয়াতে চারার কিছুটা উন্নতি হয়েছে।

নতুন করে কুঁড়ি ছাড়তে শুরু করেছে চা-গাছ। বৃষ্টির এই পানিটা আমাদের চা-গাছের জন্য বেশ পুষ্টিকর।

বাংলাদেশীয় চা সংসদের (বিটিএ) সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলি কালের কণ্ঠকে বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ও অধিক তাপমাত্রার কারণে বাগানে নতুন পাতা না আসায় উত্পাদন কমে গিয়েছিল। নতুন কুঁড়ি না আসা, পানির সংকট, লাল মাকড়সার আক্রমণ প্রায় সব চা-বাগানেই ছিল। এই বৃষ্টিপাতের ফলে চা-গাছগুলো সজীবতা ফিরে পেয়েছে।

তিনি আরো বলেন, তীব্র খরার কারণে চা-বাগান কর্তৃপক্ষ প্রতিদিন চা-বাগানের ইরিগেশন (সেচ) দিয়েও ইয়াং-টি গাছগুলোকে শতভাগ রক্ষা করতে পারছিলাম না। প্রচণ্ড দাবদাহের পর টানা বৃষ্টি চা-গাছগুলো আপন সজীবতা ফিরে পাচ্ছে। তবে আবার যদি প্রয়োজনীয় বৃষ্টিপাত না হয় তবে চা-পাতার স্বাস্থ্য অনুকূলে থাকবে না। লক্ষ্যমাত্রার ওপর বিরূপ প্রভাব পড়বে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কীটনাশকে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
কীটনাশকে কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে। জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় ক্ষেতেই ঢলে পড়েন।

খবর পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে লালপুর থানার ওসি তদন্ত মোমিনুজ্জামান বলেন, এটি একটি অসাবধানতাজনিত মৃত্যু। এসব বিষয়ে কৃষকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

 

মন্তব্য

বরগুনায় সব সড়কে টোল আদায় বন্ধ

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
বরগুনায় সব সড়কে টোল আদায় বন্ধ

বরগুনা জেলার সব সড়ক ও মহাসড়কে পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এই আদেশ দিয়েছেন। জানা যায়, বেতাগী পৌরসভা এলাকার সড়কে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায়ের জন্য পৌর প্রশাসক খোকন হাওলাদারকে বাংলা ১৪৩২ সনের জন্য পৌর টেম্পো স্ট্যান্ডের ইজারা দেয়। সেখান থেকে অন্য লোক জোরপূর্বক টোল আদায় করছেন।

এমন দাবি করে ইজারাদার মো. খোকন হাওলাদার বরগুনার দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। মামলা শুনানিকালে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, সম্পূর্ণ অবৈধভাবে টোল আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এবং কোন আইনে পৌর প্রশাসক ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক এরূপ টোল আদায়ের জন্য টেম্পোস্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দেওয়া হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক্লাম্পসিয়া রোগে ভর্তি এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা বিচার দাবি করেছেন। গত সোমবার রাতে জেলা আধুনিক সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় ভক্তি রানীকে।

সন্ধ্যায় চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র অনুসারে ওয়ার্ডের দায়িত্বরত নার্সরা তাঁকে ম্যাগনেসিয়াম সালফেট স্যালাইন পুশ করেন। পুরো স্যালাইন শরীরে প্রবেশ করার পর সেটি খুলে আরেক বোতল স্যালাইন দেওয়া হয় রোগীকে। কিছু সময় পর রোগীর এক স্বজন দেখতে পান স্যালাইনটির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরেই শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে স্যালাইন বন্ধ করে দেন তাঁরা।
পরে আগের স্যালাইনের বোতলেও দেখতে পান সেটিও মেয়াদ উত্তীর্ণ। এ সময় নার্সদের বিষয়টি জানালে তাঁরা স্টকে থাকা সব ম্যাগনেসিয়াম সালফেট যাচাই করে দেখেন সবই মেয়াদ উত্তীর্ণ। পরে রোগীর স্বজনরা বাইরের ফার্মেসি থেকে ওই স্যালাইন কিনে এনে দিলে তা পুশ করা হয়। ওই ওয়ার্ডের নার্স রাবেয়া সুলতানা বলেন, আমরা ম্যাগনেসিয়াম সালফেট স্যালাইন পুশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই সেটি মেয়াদ উত্তীর্ণ।
পরে সেটি খুলে ফেলা হয়। এর আগে কেউ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়েছে কি না আমরা জানি না। এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের আলোকে যদি কারো দায়িত্বহীনতার প্রমাণ মেলে নিশ্চিয়ই তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই রোগী ভালো আছেন।

মন্তব্য

ভাই-বোন হত্যায় অন্য ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
ভাই-বোন হত্যায় অন্য ভাইয়ের মৃত্যুদণ্ড

রাজশাহীতে আপন ভাই ও বোনকে হত্যার দায়ে অন্য ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১-এর বিচারক আবুল কালাম আজাদ এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি তরিকুল ইসলাম (৫২)।

তিনি নগীরর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই সাদেকুল ইসলাম (৫৪) ও বোন আক্তারা জাহান (৪০) কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে  ওই দিনই নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ