তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জয় কুমার ঘোষ (৩৫) নামের এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার শঙ্কর ঘোষের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে পাবনার ফরিদপুর উপজেলায় নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ ডিবির ওসি একরামুল হোসাইন বলেন, রবিবার রাতে চৈত্রসংক্রান্তি পূজায় তাড়াশ মহাশ্মশানে মন্ত্রপাঠ করার সময় পুরোহিত জয় কুমার ঘোষ হজরত মুহাম্মদ (সা.)-এর নামে কটূক্তি করে।