ঈদের ছবি ‘চক্কর ৩০২’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে ছবির টিজার।
ঈদের ছবি ‘চক্কর ৩০২’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে ছবির টিজার।
এটি মূলত রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’-এর নতুন সংস্করণ। গেয়েছেন কাজল দেওয়ান।
গানটির প্রসঙ্গ অস্পষ্ট রেখেই নির্মাতা জীবন জানান, রাজ্জাক দেওয়ান গানে গানে বলে গেছেন, কাউয়া কমলা খেতে জানে না। তবে ‘চক্কর’-এর কাউয়া কিন্তু পাখি নয়। এটি আকাশে ওড়ে না, বাতাসেও নড়ে না; বরং মানুষের অন্তরে থাকে আর কা কা করে।
সম্পর্কিত খবর
টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচন আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন নরেশ ভুঁইয়া ও ফারুক আহমেদ।
১৬ এপ্রিল জিও হটস্টারে মুক্তি পেয়েছে ইভা হুসনের সিরিজ ‘দ্য স্টোলেন গার্ল’। অ্যালেক্স দাহলের উপন্যাস ‘প্লেডেট’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। লুসিয়া নতুন বন্ধুর বাড়িতে এক রাত থাকতে চায়। মা এলিসা তাকে অনুমতি দেয়।
অভিনয়ে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি। পরিচালনা শাফি উদ্দিন শাফি। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : দুরন্ত তরুণ রুশো।
ফাউল
এনটিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘ফাউল’। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশা, সুজিত বিশ্বাস প্রমুখ।
দ্য ট্রাভেল শো
বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে পর্যটনবিষয়ক অনুষ্ঠান ‘দ্য ট্রাভেল শো’। যুগ যুগ ধরে অভিজাত মানুষের বিনোদন হিসেবে স্বীকৃত অপেরা। সেটাকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন লন্ডনের অপেরাশিল্পী ইসাবেলা পিটারস। লন্ডন কলোসিয়াম থেকে গ্র্যান্ড থিয়েটার, একাধিক অপেরা পরিবেশনার ঝলকও থাকবে এতে।