ছবির নতুন গান

কাউয়া কমলা খাইতে জানে না

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
কাউয়া কমলা খাইতে জানে না
‘চক্কর ৩০২’-এর দৃশ্যে মোশাররফ করিম

ঈদের ছবি চক্কর ৩০২। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে ছবির টিজার।

এবার এলো গান কাউয়া কমলা। গতকাল ইউটিউবে টাইগার মিডিয়ার চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

এটি মূলত রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান কাউয়া কমলা খাইতে জানে না-এর নতুন সংস্করণ। গেয়েছেন কাজল দেওয়ান।

গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। নৃত্য পরিচালনায় মোফাসসাল আলিফ। গানের দৃশ্যে দুটি বিষয় সমান্তরালে উঠে এসেছে। একদিকে পুলিশ চরিত্রে মোশাররফ করিম ঘুরে বেড়াচ্ছেন, কোনো কিছুর সন্ধানে।
অন্যদিকে একটি লঞ্চের ডেকে আমোদ-ফূর্তিতে মেতেছেন সুমন আনোয়ার। সেখানে আছেন গায়ক ও নৃত্যশিল্পীরাও।

গানটির প্রসঙ্গ অস্পষ্ট রেখেই নির্মাতা জীবন জানান, রাজ্জাক দেওয়ান গানে গানে বলে গেছেন, কাউয়া কমলা খেতে জানে না। তবে চক্কর-এর কাউয়া কিন্তু পাখি নয়। এটি আকাশে ওড়ে না, বাতাসেও নড়ে না; বরং মানুষের অন্তরে থাকে আর কা কা করে।

এর সঙ্গে গল্প ও চরিত্রের সূক্ষ্ম মেলবন্ধন খুঁজে পাবেন দর্শক। উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত চক্কর ৩০২-এ মোশাররফ করিমের সঙ্গে আছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

১৩ বছর পর বালাম ও ন্যানিস

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
১৩ বছর পর বালাম ও ন্যানিস

জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও নাজমুন মুনিরা ন্যানিস ২০১২ সালে নোমান রবিনের কমন জেন্ডার ছবিতে চাঁদ যেমন শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের।

দীর্ঘ ১৩ বছর পর এবার কাজল আরেফিন অমির হাউ সুইট ওয়েব ছবিতে গেয়েছেন তাঁরা। মায়া মায়া লাগে গানটির একটা অংশ এরই মধ্যে ট্রেলারে প্রকাশিত হয়েছে।

শ্রোতারাও অংশটি বেশ পছন্দ করেছেন।

ন্যানিস বলেন, জানুয়ারিতে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। রোমান্টিক গানটা সম্পূর্ণ প্রকাশিত হলে সবার ভালো লাগবে।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

অফিসার অন ডিউটি

শেয়ার
অফিসার অন ডিউটি
‘অফিসার অন ডিউটি’ ছবির দৃশ্য

২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি অফিসার অন ডিউটি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল জিতু আশরাফের ছবিটি। গতকাল এটি এসেছে নেটফ্লিক্সে। রাগি পুলিশ অফিসার হরিশঙ্করের পদাবনতি হয়।

এক ব্যক্তির স্বর্ণের চেইন বন্ধক রাখার ঘটনা তদন্ত করতে গিয়ে এমন অপরাধচক্রের সন্ধান পায়, যেটার সঙ্গে তাঁর অতীতের ট্র্যাজেডি জড়িয়ে আছে। অভিনয়ে রয়েছেন কুনচাকো বোবান, প্রিয়ামনি, জগদীশ, বিশক নায়ের প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

তেজী সন্তান

শেয়ার
তেজী সন্তান
‘তেজী সন্তান’ ছবির শুটিংয়ের ফাঁকে মান্না ও পপির সঙ্গে কলাকুশলীরা

অভিনয়ে মান্না, পপি, বাপ্পারাজ। পরিচালনা রায়হান মুজিক। সকাল ৭টা, দীপ্ত টিভি।

গল্পসূত্র : বাবা-হারা দুই সন্তান আপন ও স্বপনকে নিয়ে ঢাকায় আসে তাদের মা।

বস্তিতে ওঠে, কাজ খুঁজে নেয় বড় লোকের বাড়ি। সেই বাড়ির কর্তা তার স্ত্রীকে হত্যা করে। সেটি দেখে ভয়ে পালানোর পথে স্বপনকে হারিয়ে ফেলে তার মা। আপন এক পুলিশের সহযোগিতায় পড়াশোনা করলেও স্বপন হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসী।
তার ভয়ে কাঁপতে থাকে পুরো ঢাকা। একদিন আপনের সামনে পড়ে স্বপন, তবে পরিচয় দুই ভাই নয়, পুলিশ আর সন্ত্রাসীর। শুরু হয় আইনের লড়াই।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘হা-শো’র দৃশ্য

হা-শো

এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো হা শো-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।

প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী।

আ সেন্স অব কমিউনিটি

আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন আ সেন্স অব কমিউনিটির নতুন পর্ব। এক নারী অলিম্পিয়ান হত্যার রহস্য উন্মোচনে কেনিয়ার ইতেন শহরে পৌঁছেছে অনুসন্ধানী দল। সেখানে তারা খুঁজে পায় লিঙ্গবৈষম্য ও সহিংসতার খবর।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ