আমাদের দেশের দর্শক অনেক লক্ষ্মী

  • অনেক দিন অভিনয়ে অনিয়মিত মৌসুমী নাগ। ঈদে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ ছবিতে দেখা গেছে মৌসুমীকে। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
আমাদের দেশের দর্শক অনেক লক্ষ্মী
মৌসুমী নাগ, ছবি : ‘চক্কর ৩০২’-এর সৌজন্যে

অভিনয়ে দুই দশক হতে চলল। ২০০৬ সাল থেকে ২০২৫ সালকেমন অভিনজ্ঞতা হলো?

আমি কিন্তু টানা কাজ করিনি কখনোই। ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্তএই ৯ বছর নিয়মিত কাজ করেছিলাম। এরপর বিরতি দিয়ে দিয়ে ক্যামেরার সামনে এসেছি।

অভিজ্ঞতার কথা বললে, বলব মন্দ নয়। দীর্ঘ সময়ে নানা গুণীজনের সান্নিধ্য পেয়েছি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটাই আমার কাছে অনেক। তা ছাড়া অভিনেত্রী হিসেবে যে পজিশনে আসতে পেরেছি সেটাই বা কম কিসে! আমি খুশি।

 

২০১৫ সালের পর বিরতি নিয়েছিলেন কেন?

ব্যক্তিগত কারণ ছিল। আমি মা হয়েছিলাম তখন। দুই-তিন বছর বিরতি নিতেই হয়েছে। এরপর অবশ্য ফিরতে পারতাম।

মনের মতো গল্প বা চরিত্র পাচ্ছিলাম না বলে ফিরতে পারিনি। ২০১৫ সাল পর্যন্ত আমার একটা স্ট্যান্ডার্ড দর্শক তৈরি হয়েছে। তাদের ছোটখাটো চরিত্র বা গতানুগতিক গল্পের কাজ উপহার দিয়ে মন ভেঙে দিতে চাইনি। এমনকি আগামীতেও না।

 

রান আউট ছবির পর আর সেভাবে চলচ্চিত্রে আপনাকে পাওয়া গেল না...

রান আউট মুক্তি পেয়েছিল ২০১৫ সালের অক্টোবরে।

শুটিং করেছিলাম আরো আগে।  তত দিনে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আসলে চেয়েছিলাম সন্তানকে মায়ের যত্ন থেকে বঞ্চিত করব না। প্রথম দুই তিন বছর সন্তানকে অবশ্যই মায়ের সময় দেওয়া উচিত। আমিও সেটা করেছিলাম। যখন কাজে ফেরার প্রস্তুতি নিলাম তখন আর ভালো কোনো ছবির প্রস্তাব আসেনি। মাঝখানে তো করোনার কারণে দুই বছর সবার জীবন থেকেই চলে গেল। এখন থেকে ভালো ছবির প্রস্তাব পেলে অবশ্যই করব।

 

চক্কর ৩০২ করে কেমন সাড়া পাচ্ছেন?

প্রচুর প্রশংসা পাচ্ছি। এর মধ্যে আমি দুই দিন হলো ভিজিটে গিয়েছিলাম। দর্শক আমাকে পেয়ে যে উল্লাস দেখিয়েছে, প্রশংসা করেছে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করবে না কেউ। আমাদের দেশের দর্শক অনেক লক্ষ্মী, তারা অল্পতেই খুশি হয়ে যায়। আর যখন সত্যিই ভালো কিছু পায়, তখন তো কথা নেই। প্রিমিয়ার শোতে মোশাররফ করিম ভাইসহ অন্য সহকর্মীরাও আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমি কৃতজ্ঞ। ছবির গল্প ও আমার চরিত্রটি যখন শুনেছিলাম, মনে হয়েছিল এমন একটা ছবির অপেক্ষাতেই ছিলাম এত দিন। ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন আমার চরিত্রের গুরুত্ব। মোশাররফ ভাই, তারিন আপু, রওনক ভাই, দিনার ভাইসহ বড় বড় সব অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে স্ক্রিন শেয়ার করতে হয়েছে। ভেতরে ভেতরে অনেক চাপে ছিলাম। হলে ছবিটা দেখার পর মনে হয়েছে, আমি পেরেছি।

 

ঈদের অন্য ছবিগুলো দেখেছেন?

এখনো সময় করে উঠতে পারিনি। আমার ছোট বাচ্চাটার বয়স এক বছর। ওকে রেখে কোথাও যেতে পারি না, আবার ভিড়ের মধ্যে নিয়েও যেতে পারি না। দুই দিন শুধু চক্কর ৩০২ দেখতে গিয়েছি। তাও টেনশনে ছিলাম। ইচ্ছা আছে, ভিড় কমলে প্রতিটি ছবিই দেখব। শুনে ভালো লাগছে, এবার ঈদে মুক্তি পাওয়া প্রতিটি ছবিই ভালো যাচ্ছে। পহেলা বৈশাখের দিন শুধু সিনেপ্লেক্সের শাখাগুলোতেই নাকি ৯৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এটা তো রেকর্ড।

 

পহেলা বৈশাখে কী করলেন?

পহেলা বৈশাখ মানেই আমাদের ঠিকানা টেলিহোম। আমরা বিভিন্ন উৎসবে যেমন বাবার বাড়ি যাই, ভাইয়ের বাড়ি যাই, টেলিহোমও পহেলা বৈশাখে আমাদের তেমন একটি ঠিকানা। সবাই মিলে সেখানে গিয়েছিলাম সকালে। এরপর সন্ধ্যার দিকে শাহাবুদ্দিন পার্কে গিয়েছিলাম, সেখানে একটা অনুষ্ঠান ছিল। সেখান থেকে বাসায়।

 

নতুন আর কী করছেন?

অপেক্ষা করছি। চক্কর ৩০২ করার পর মনে হয়েছে এ রকম হাইপের ছবি না হলে বসে থাকব। চক্কর-এ তো মায়ের কারেক্টার করলাম। পরের ছবি আসতে আসতে যদি বৃদ্ধ হই সমস্যা নেই, তখন না হয় দাদির কারেক্টার করব।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

NETFLIX দ্য গ্লাস ডোম

শেয়ার
NETFLIX দ্য গ্লাস ডোম
‘দ্য গ্লাস ডোম’ সিরিজের দৃশ্য

মঙ্গলবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হেনরিক বর্ন ও লিসা ফারজানার মিনি সিরিজ দ্য গ্লাস ডোম। সুইডেনের একটি ছোট্ট শহরে বন্দি এক তরুণী। হঠাৎ সে উধাও হয়ে যায়। তাকে খুঁজতে মিশনে নামে এক অপরাধবিশেষজ্ঞ ও তার সাবেক পুলিশ সঙ্গী।

অভিনয়ে আছেন লিওনি ভিনসেন্ট, জন হেডেনবার্গ, জোহান রিবর্গ, ফারজাদ ফারজানা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

প্রিয়জন

শেয়ার
প্রিয়জন
‘প্রিয়জন’ ছবিতে শিল্পী ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, শিল্পী, রিয়াজ। পরিচালনা রানা নাসের। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : পারিবারিক গাড়ি চালকের ছেলে নয়নের সঙ্গে রূপার বেশ ভাব।

রূপার বাবা এটা মেনে নিতে পারে না। নয়নকে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়। সুমনের বাবা আশ্রয় দেয় নয়নকে, স্কুলে ভর্তি করিয়ে দেয়। বারো বছর পর রূপার সঙ্গে নয়নের দেখা।
এদিকে রূপার প্রেমে পড়েছে সুমন। সুমনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে চায় নয়ন।

মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে বিকেল ৪টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ডিজে সনিকা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ডিজে সনিকা
‘বিশ্বাসে মিলায় বন্ধু’ অনুষ্ঠানে উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ডিজে সনিকা

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর নতুন পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ডিজে সনিকা। তিনি বলেছেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। এরই মধ্যে বেশ জমে উঠেছে বিশ্বাসে মিলায় বন্ধু

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ