বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে যে উদ্যোগ নিয়েছে, তা অনেক অনেক প্রশংসার দাবিদার। কারণ সারা দেশে অসচ্ছল নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ এ দেশের নারীদের কর্মসংস্থানের পথ সৃষ্টি করছে। এটির মাধ্যমে অসচ্ছল পরিবারের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
সৈয়দপুর উপজেলার কামারপুকুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনে ২০ জন অসচ্ছল নারীকে তিন মাস বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এটি তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সংসারে অর্থনৈতিকভাবে অবদান রাখতে সক্ষম হবেন। বসুন্ধরার এই প্রশংসনীয় উদ্যোগ এলাকার ২০ দরিদ্র নারীর সংসারে পরিবর্তন বয়ে আনবে বলে আশা করি। এতে নারীরা কর্মের মাধ্যমে আয় করে সংসারে নিজেদের মর্যাদা বাড়াতে সক্ষম হবেন। ফলে তাঁদের নিজেদের যেমন আত্মবিশ্বাস বাড়বে, তেমনি তাঁদের স্বপ্নপূরণে সমর্থ হবেন। জনবহুল নীলফামারীর সৈয়দপুর উপজেলা একটি শিল্প-কারখানা সমৃদ্ধ এলাকা। এসব শিল্প-কারখানায় অনেক রকম জিনিস ও যন্ত্রাংশ তৈরি হয়ে থাকে। তাই দক্ষ শ্রমিক তৈরি করতে এখানে একটি প্রশিক্ষণ একাডেমি করার উদ্যোগ নিতে পারে বসুন্ধরা গ্রুপ। এখানে একটি স্থায়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুললে এখানকার অসচ্ছল নারীরা অনেক বেশি লাভবান হবেন। এখানে বসুন্ধরা শুভসংঘ তাদের কাজের পরিধি আরো বাড়াবে এমন প্রত্যাশা করি। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভ কামনা রইল। এগিয়ে যাক বসুন্ধরা গ্রুপ, এগিয়ে যাক বসুন্ধরা শুভসংঘ।