প্যারিসের পালা শেষ

পরের গন্তব্য লস অ্যাঞ্জেলেস

শেয়ার
পরের গন্তব্য লস অ্যাঞ্জেলেস

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/13-08-2024/2/kalerkantho-sp-1a.jpgঅলিম্পিকের শুরু থেকেই টম ক্রুজের দেখা মিলেছিল প্যারিসে। সিমোন বাইলসকে উৎসাহ দিতে দেখা গেছে তাঁকে। মিশন ইমপসিবল তারকা আরো গুরুত্বপূর্ণ মিশনে যে প্যারিসে, সেটি দেখা গেল পরশু রাতে স্তাদ দি ফ্রান্সের সমাপনীতে। ছাদ থেকে লাফিয়ে নামেন তিনি অনুষ্ঠান মঞ্চে।

পরের অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে। হলিউল তারকা অলিম্পিক পতাকা নিয়ে এরপর রওনা হন এলএর পথে।

প্রথমে মোটরবাইকে স্টেডিয়াম ছাড়েন, এরপর যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে হলিউডের আকাশে। নিজেই নিজের স্টান্ট করে অভ্যস্ত ক্রুজ সেখানে বিমান থেকে নামেন প্যারাশুটে।

প্যারিসকে বিদায় জানিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে স্বাগত জানানোর এমন নাটকীয় মঞ্চায়নই দেখা গেছে পরশুর সমাপনীতে। পাঁচ মহাদেশ আকৃতির মঞ্চ বানানো হয়েছিল মাঠের মাঝখানে। পতাকা হস্তান্তরের সময় সিমোন বাইলসও ছিলেন মঞ্চে। ৩ সোনা ও ১ রুপায় প্যারিসে যুক্তরাষ্ট্রের অন্যতম সফল https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/13-08-2024/2/kalerkantho-sp-7b.jpgঅ্যাথলেট তিনি।
৩ সোনা জিতেছেন তাঁর স্বদেশি সাঁতারু টরি হাস্কও, সঙ্গে দুটি রুপা তাঁর। সোনার দিক দিয়ে এবারের অলিম্পিকের সবচেয়ে সফল অ্যাথলেট আর কেউ নন, ফ্রান্সেরই লিওঁ মারশাঁ। ব্যক্তিগত ৪ সোনায় আসরটা নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই সাঁতারু। এদিন তাঁর হাত দিয়েই ১৭ দিন ধরে জ্বলা মশাল নিভেছে প্যারিস অলিম্পিকের।

সমাপনী মার্চ পাস্ট এদিন পদকজয়ীদের উৎসবের উপলক্ষ হয়ে উঠেছিল যেন।

গলায় পদক ঝুলিয়েই নিজ নিজ দেশের পতাকা নিয়ে মাঠে ঢুকেছেন তাঁরা। পদক পাননি, এমন অ্যাথলেটরাও ছিলেন। বাংলাদেশের কেউই অবশ্য ছিলেন না, লাল-সবুজ পতাকা নিয়ে মাঠে ঢুকতে দেখা গেছে একজন স্বেচ্ছাসেবককে। সমাপনী অনুষ্ঠানের পরিষ্কার দুটি বিভাগএকটি প্যারিসকে বিদায় জানানোর, অন্যটি পরের স্বাগতিক শহরকে স্বাগত জানানোর। টম ক্রুজকে দিয়ে শুরু হয় দ্বিতীয় ভাগ। তার আগে প্যারিসের মঞ্চ মাতিয়েছেন রক ব্যান্ড ফিনিক্স, বেলজিয়ান শিল্পী অ্যাঞ্জেলে। মাঠে সেই সুরের তালে দুলেছেন অ্যাথলেটরা। ৭১ হাজার আসনের গ্যালারিও ছিল পূর্ণ। গ্রিসের প্রাচীন অলিম্পিক থেকে আধুনিক অলিম্পিকের যাত্রাটাও সমাপনীর একটা অংশে ফুটিয়ে তোলা হয় মনোমুগ্ধকর ডিসপ্লেতে।

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/13-08-2024/2/kalerkantho-sp-7b.jpgসমাপনী ভাষণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্যারিসের আয়োজকদের, রোমাঞ্চকর, অসাধারণ এক অলিম্পিক উপহার দিয়েছে প্যারিস। আমরা জানতাম, এটা দারুণ কিছু হবে, কিন্তু এটা ছিল রীতিমতো জাদুকরী এক আয়োজন। এই পর্বে মঞ্চে বাখের সঙ্গী হয়েছিলেন পাঁচ মহাদেশ এবং শরণার্থী অলিম্পিক দলের একজন করে অ্যাথলেট। আমেরিকার প্রতিনিধিত্ব করছিলেন টানা ৫ অলিম্পিকে সোনা জেতা কিউবান কুস্তিগীর মিহাইন লোপেজ। ইউরোপ থেকে পাঁচ অলিম্পিক সোনা জেতা ফরাসি জুডোকা টেডি রাইনার ও ম্যারাথনবিদ এলিয়ুড কিপচোগে ছিলেন আফ্রিকার প্রতিনিধি। এশিয়া থেকে ছিলেন চীনা টেবিল টেনিস তারকা সুন উইংশা, প্যারিসে যিনি জোড়া সোনা জিতেছেন। ২০১৬ সাল থেকে অংশ নিচ্ছে শরণার্থী অলিম্পিক দল। এই প্রথম তাঁদের মধ্য থেকে প্যারিসে সোনা জিতেছেন বক্সার সিন্ডি এনগাম্বা, তিনিও ছিলেন মঞ্চে। আরেক শরণার্থী সিফান হাসান, যিনি ইথিওপিয়া ছেড়ে আশ্রয় নিয়েছিলেন নেদারল্যান্ডসে। এবার  মেয়েদের ম্যারাথনের সোনা উঠেছে তাঁর গলায়। সেই পদক প্রদান অনুষ্ঠানও হয়েছে এদিন সমাপনী আয়োজনের মাঝে।

চোখ এখন লস অ্যাঞ্জেলেসে, চার বছর পর ক্রীড়া-বিনোদন যেখানে নতুন মাত্রা পাবে। তার একটি ঝলক এদিনই দেখা গেছে। টম ক্রুজ সেখানে পতাকা নিয়ে পৌঁছার পর মিনি কনসার্টও হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার সাগরতীরে। বিলি আইলিশ, স্নুপ ডগ, ব্যান্ড রেড হট চিলি পিপার্স যে মঞ্চ মাতিয়েছে। অলিম্পিকডটকম

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টি স্পোর্টসে

ক্রিকেট

ডিপিএল, রূপগঞ্জ টাইগারস-গুলশান ক্রিকেট ক্লাব

সরাসরি, সকাল ৯টা

এশিয়ান লিজেন্ডস লিগ ২০২৫

এশিয়ান স্টারস-শ্রীলঙ্কান লায়নস

সরাসরি, বিকেল ৪-৩০ মিনিট

ইন্ডিয়ান রয়ালস-আফগানিস্তান পাঠানস

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

 

অন্যান্য চ্যানেল

ফুটবল

ইউরোপা লিগ, লািসও-ভিক্টোরিয়া প্লজেন

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, টেন ৫

ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল সোসিয়েদাদ

সরাসরি, রাত ২টা, টেন ২

টটেনহাম-এজেড আলকমার

সরাসরি, রাত ২টা, সনি লিভ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টানা জয় বিকেএসপি ঝিনাইদহের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
টানা জয় বিকেএসপি ঝিনাইদহের

মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিকেএসপি ও ঝিনাইদহ। প্রথম দিনের মতোই বিকেএসপি গতকাল কুমিল্লাকে হারিয়েছে ১৬-০ গোলের বড় ব্যবধানে। ওদিকে কিশোরগঞ্জের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের জয় ঝিনাইদহের। আগের দিন তারাও কুমিল্লাকে হারিয়েছিল বড় ব্যবধানে।

কিশোরগঞ্জ বিকেএসপির বিপক্ষে প্রথম ম্যাচে কোণঠাসা থাকলেও গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঝিনাইদহের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে। ম্যাচে প্রথম গোলটা করে তারাই। তবে ঝিনাইদহের মেয়েরা ঘুরে দাঁড়াতে সময় নেননি। পরের দুই কোয়ার্টারে তিন গোল করে ৩-১-এ তাঁরা এগিয়ে যান।

শেষ কোয়ার্টারের শুরুতেই কিশোরগঞ্জ আবার ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ঝিনাইদহের মেয়েরা।

বয়সভিত্তিক জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই বিকেএসপির। ডেভেলপমেন্ট কাপ হকিতে সেই শক্তিমত্তা দেখাচ্ছেন তাঁরা।

দুই ম্যাচে তাঁরা করেছেন ৩১ গোল।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা মেয়েদের

এবারের নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের লাহোরে আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হবে এই বাছাই পর্ব। বাংলাদেশ দল পাকিস্তান যাবে ৩ এপ্রিল। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের বাকি দুটি জায়গার জন্য বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

আট দল নিয়ে এ বছরের অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ইসমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

মন্তব্য
চ্যাম্পিয়নস লিগ

বায়ার্ন-ইন্টার শেষ আটে

শেয়ার
বায়ার্ন-ইন্টার শেষ আটে

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বড় জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছিল বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলের ঘাটতি মিটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে অসাধারণ কিছু করতে হতো বেয়ার লেভারকুসেনকে। বে অ্যারেনায় অল জার্মান লড়াইয়ের ফিরতি পর্বে অবিস্মরণীয় কিছু করে দেখাতে পারেনি জাবি আলনসোর শিষ্যরা। বরং নিজ মাঠে ২-০ গোলে হেরে ব্যর্থতার ষোলো কলা পূরণ করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতা নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। শেষ আটে তারা মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের। বায়ার্ন-ইন্টার শেষ আটেনিজ মাঠে ২-১ গোলে জিতে ৪-১ গোলের অগ্রগামিতা নিয়ে শেষ আটে উঠেছে ইতালিয়ান জায়ান্টরা।

বে অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নকে এগিয়ে নেন হ্যারি কেইন।

প্রথম লেগে জোড়া গোল করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। কেইনের লক্ষ্যভেদে লেভারকুসেনের কাজ হয়ে ওঠে আরো দুরূহ! এরপর তাঁর পাসে আলফোনসো ডেভিস জাল খুঁজে নিলে জয়ের ব্যবধান আরো বেড়েছে বায়ার্নের। শেষ আটে ভিনসেন্ট কোম্পানির দলের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। প্রতিপক্ষ যে ক্লাবই হোক তাতে বিচলিত নন কেইনরা, সান সিরোয় খেলা সহজ নয়।
তবে যেকোনো দলকে সমস্যায় ফেলার সামর্থ্য আমাদের আছে। ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামব আমরা। ইএসপিএন

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ