ফুটবল-ক্রিকেট নিয়ে মেতে সারা দেশ। তবে জাতীয় খেলা কাবাডির খোঁজ সেভাবে কেউ রাখে না। অবহেলায় পিছিয়ে পড়ছে একদা আলোচনায় থাকা আরো অনেক খেলা। কালের কণ্ঠ স্পোর্টস সেই খেলাগুলোর হালচাল তুলে ধরতে চায় পাঠকের সামনে। আজ শ্যুটিং ও টেবিল টেনিসের সর্বশেষ অবস্থা নিয়ে লিখেছেন শাহজাহান কবির