ক্রীড়া প্রতিবেদক : আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনার অংশ হিসেবে আগামী আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েই ছিল। গতকাল সফরের দিনক্ষণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে দুই দল সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। সিরিজ দুটি হবে ঢাকা ও চট্টগ্রামে।