নিয়োগ পরীক্ষা পদ্ধতি
লিখিত, মৌখিক ও ব্যাবহারিক (প্রযোজ্য হলে) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের প্রথমেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদভিত্তিক ব্যাবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের জানানো হবে মৌখিক পরীক্ষার তারিখ।
ব্যাবহারিক পরীক্ষা ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত ও মৌখিক—এ দুই পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ডাক বিভাগের বিগত কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের প্রশ্ন এমসিকিউ নাকি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে করবে, এটি পরীক্ষার আগে নির্ধারণ করবে।
কেমন ছিল বিগত পরীক্ষা
২০১৯ সালের পোস্টাল অপারেটর ও মেইল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে, ৪৫ মিনিট সময়ে ৭০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে।
২০১৯ সালের ডাক বিভাগের মেট্রোপলিটন সার্কেলের পোস্টাল অপারেটর পদের পরীক্ষা হয়েছে একই পদ্ধতিতে এক ঘণ্টায় ৭০ নম্বরে। তবে ডাক বিভাগ পূর্বাঞ্চল ২০২৩ সালের পরীক্ষায় ৭০ নম্বর (এমসিকিউ) থাকলেও সময় ছিল দেড় ঘণ্টা। পর্যালোচনা করে দেখা গেছে, ডাক বিভাগের সব সার্কেলের নিয়োগ পরীক্ষাই নেওয়া হয় এমসিকিউ পদ্ধতিতে। তাই বিগত পরীক্ষাগুলোর আলোকে এবারের পরীক্ষার জন্য এমসিকিউ পদ্ধতির প্রশ্নের প্রস্তুতি নিতে পারেন।
বিগত পরীক্ষার আলোকে প্রস্তুতি
বিগত কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের আলোকে এবারের পরীক্ষার বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়েই প্রস্তুতি নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব পদই তৃতীয় ও চর্তুথ শ্রেণির। তাই বিষয়ভিত্তিক প্রস্তুতিতে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই অনুসরণ করতে হবে।
বাংলা বিষয়ের প্রস্তুতিতে ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন—বাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচনে বেশি জোর দিতে হবে। প্রত্যেক প্রার্থীকেই ব্যাকরণে ভালো ধারণা রাখতে হবে।
ইংরেজি বিষয়ের প্রশ্ন করা হয় গ্রামার অংশ থেকে। গ্রামার অংশের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে Transformation of verbs, Phrases & idioms, Translation, Fill in the blank, Sentance making, Correction, Narration, Voice, Prats of speech। গণিত বিষয়ের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি থকে প্রশ্ন আসে। পাটিগণিতে জোর দিতে হবে ল.সা.গু., গ.সা.গু., শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদ কষা, অনুপাত ও সমানুপাত অধ্যায়ে। বীজগণিতে উৎপাদক, মান নির্ণয় অধ্যায়ে জোর দিতে হবে। জ্যামিতিতে কোণ, ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের আলোচিত বিষয়সহ সমসাময়িক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—এসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি ডাক বিভাগ সম্পর্কে বেসিক ধারণা থাকাও জরুরি।
ভালো প্রস্তুতির জন্য পদভিত্তিক বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখলে প্রশ্নের মান সম্পর্কে সার্বিক ধারণা পাবেন। এ ছাড়া বাজারে বিভিন্ন প্রকাশনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। এ ছাড়া ফেসবুক, ইউটিউব ও চাকরিবিষয়ক বিভিন্ন সাইটে খোঁজ করলে ডাক বিভাগের বিগত প্রশ্নপত্র ও সমাধান পাবেন।
পদের তালিকা ও যোগ্যতা
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট) পদ ৩টি, যোগ্যতা—দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। উচ্চমান সহকারী ৫টি; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। টেকনিশিয়ান ১টি; এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। কম্পাউন্ডার/ফার্মাসিস্ট ১টি; এসএসসি বা সমমান পাস এবং ফার্মাসিস্ট কোর্স সনদপ্রাপ্ত। ড্রাফটসম্যান ২টি; ড্রাফটসম্যানশিপে সনদধারী। পোস্টাল অপারেটর ১০৪টি; দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। মেইল অপারেটর ৫৩টি; এইচএসসি বা সমমান পাস। ড্রাইভার (হালকা) ৪টি; এসএসসি বা সমমান পাস এবং হালকা গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট) ৩টি; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। কার্পেন্টার ১টি; এসএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সধারী ও তিন বছরের অভিজ্ঞতা। মিডওয়াইফ ১টি; এসএসসি বা সমমান পাসসহ এক বছরের ট্রেড কোর্সধারী। পোস্টম্যান ১২টি; দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। মেইল গার্ড ৫টি; দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। স্ট্যাম্প ভেন্ডার ২টি; এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা। আর্মড গার্ড ১টি; এসএসসি পাস এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। প্যাকার ২৬টি; এসএসসি বা সমমান পাস। মেইল ক্যারিয়ার ১২৬টি; এসএসসি বা সমমান পাস। প্যাকার-কাম-মেইল ক্যারিয়ার ৩০টি; এসএসসি বা সমমান পাস। অফিস সহায়ক (এমএলএসএস) ১৬টি; এসএসসি বা সমমান পাস। বাবুর্চি/অ্যাটেনডেন্ট ১টি; অষ্টম শ্রেণি বা সমমান পাস। গার্ডেনার ১টি; অষ্টম শ্রেণি বা সমমান পাস এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞ। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ১০টি; অষ্টম শ্রেণি বা সমমান পাস। রানার ৮৬টি; এসএসসি বা সমমান পাস। নিরাপত্তা প্রহরী ৭টি; এসএসসি বা সমমান পাস। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। কোন কোন পদে কোন কোন বিভাগ ও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
বেতন-ভাতা
সব পদই রাজস্ব খাতভুক্ত। তাই নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের লিংক ও বিজ্ঞপ্তি
http://pmgsc.teletalk.com.bd