ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন, তবে আশাহীন নই : অমর্ত্য সেন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন, তবে আশাহীন নই : অমর্ত্য সেন
নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন, তবে আশাহীন নই। একইসঙ্গে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই পরিস্থিতি উত্তোরণে বহু পথ পাড়ি দিতে হবে।

সম্প্রতি শান্তি নিকেতনে নিজের পৈতৃক বাড়িতে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন এসব কথা বলেন।

 

অমর্ত্য সেন বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানেই আমার শিক্ষাজীবন শুরু হয়। ঢাকা ছাড়াও আমার পূর্ব পুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায়ই যেতাম। মায়ের দিক দিয়ে বিক্রমপুরের সোনারঙেও গিয়েছি।

এই জায়গাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

শৈশবে তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে পড়াশোনা শুরু করেন, পরে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্কুলে ভর্তি হন এবং সেখানেই শিক্ষাজীবন চালিয়ে যান।

বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত্য সেন জানান, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। দেশব্যাপী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনার কারণে অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন। তবে অমর্ত্য সেন এই দৃষ্টিভঙ্গির বিরোধী।

তিনি বলেন, ‘বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা আছে, সেটি বজায় রাখা উচিত। কোনো নির্দিষ্ট দলকে একপাশে ঠেলে দেওয়া উচিত নয়।

আমি আশা করি, বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচন অতীতের চেয়ে আরো নিরপেক্ষ হবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, ‘তিনি আমার পুরোনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘যখন কেউ হঠাৎ করে রাষ্ট্রক্ষমতায় আসে, তখন তাকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ড. ইউনূসও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে। কারণ সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও আছে। তবে আমি বিশ্বাস করি, ড. ইউনূস তার দক্ষতা দিয়ে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, ‘সংখ্যালঘু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামায়াতের মতো দলগুলোকে নজরদারিতে রাখে। তবে দুঃখজনকভাবে, ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটে। এ ধরনের হামলা, হোক বাংলাদেশ বা ভারত, বন্ধ হওয়া উচিত।’

অমর্ত্য সেন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করেনি, যা অত্যন্ত ইতিবাচক।’

অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশ কঠিন সময় পার করলেও এখনো আশার আলো রয়েছে। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহত হইনি।’
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক কম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার ডি হাস।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে তাদের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনো জানা যায়নি।

পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যোগ দেন।

মন্তব্য

ইউনূস-মোদি বৈঠকের পর দিল্লিতে হাইকমিশনার পাঠাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইউনূস-মোদি বৈঠকের পর দিল্লিতে হাইকমিশনার পাঠাল বাংলাদেশ
রিয়াজ হামিদুল্লাহ। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কয়েক দিন পর নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ।

গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরানোর পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল।

গত শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাঙ্ককে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের বৈঠক হয়। এরপর গতকাল সোমবার ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যান রিয়াজ হামিদুল্লাহ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সোমবার বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে পৌঁছেছেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিয়াজ হামিদুল্লাহকে গেল ফেব্রুয়ারিতে ভারতের বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ায় তার আগমন বিলম্বিত হয়েছিল। অবশেষে তার আগমন ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠকের ইতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য

জীবিত হয়েও ভোটার কার্ডে এখনো মৃত ১৬৯ জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জীবিত হয়েও ভোটার কার্ডে এখনো মৃত ১৬৯ জন

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে ১৬৯ জন জীবিত ব্যক্তির স্ট্যাটাস মৃত অবস্থায় রয়েছে। ফলে তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এমন তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত হয়েও মৃত স্ট্যাটাসে বরিশাল অঞ্চলে (ইসির প্রশাসনিক অঞ্চল) রয়েছেন ৮ জন ভোটার, চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ৩ জন, রাজশাহীতে ৪ জন, রংপুর অঞ্চলে ৬ জন ও সিলেট অঞ্চলে রয়েছেন ৩৬ জন।

এনআইডি সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মাঠ কর্মকর্তাদের এমন স্ট্যাটাস পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আর ঢাকায় প্রয়োজন নেই। এ ক্ষেত্রে মৃত স্ট্যাটাসের থাকা ব্যক্তিরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানালেই সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, ইসির নিজ উদ্যোগে স্ট্যাটাস পরিবর্তন করার সুযোগ নেই।

এ েজন্য সশরীরে ভুক্তভোগীকে আসতে হবে। কেননা, ইসির সার্ভারে রক্ষিত আঙুলের ছাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ মিলতে হবে।

মন্তব্য

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ ফিনল্যান্ডের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ ফিনল্যান্ডের

সফররত ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জারনো সিরিয়ালার নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে এই আগ্রহ ব্যক্ত করেন। 

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।’ 

এ সময় তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে জারনো সিরিয়ালা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। 

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও ভারতের দিল্লিতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ