<p>২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।</p> <p>মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা কী ছিল, জানালেন সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735638521-23ac4e81b8771fd8807f715748e6f6de.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা কী ছিল, জানালেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/31/1463372" target="_blank"> </a></div> </div> <p>দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়।</p> <p>সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।</p> <p>২০২৪ সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন জাহিদুল ইসলাম। এই সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন মঞ্জুরুল ইসলাম।</p>