ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

নবীনগরে অপহরণ করে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, অবশেষে উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
নবীনগরে অপহরণ করে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, অবশেষে উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে ডিজিএফআই পরিচয় দিয়ে স্থানীয় সৌদি প্রবাসী ধনাঢ্য ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯) অপহরণ করার ১৮ ঘণ্টার মধ্যে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যবসায়ীর ছেলে অপহৃত রিফাতকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলার কসবা থেকে রিফাতকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২টা) রিফাতকে কসবা থেকে নবীনগরে নিয়ে আসার প্রক্রিয়া চলছিল।

 

এদিকে রিফাতের বাবা ব্যবসায়ী মালু মিয়ার অভিযোগ, খোদ পুলিশের উপস্থিতিতেই আগের দিন সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তরা নিজেদেরকে ডিজিএফআই পরিচয় দিয়ে তার ছেলে রিফাতকে নির্বিঘ্নে অপহরণ করে নিয়ে যায়। তবে অপহরণের চার ঘণ্টা পর রাত ৩টার দিকে মোবাইল ফোনে ছেলের মুক্তিপণ হিসেবে নগদ ৩ কোটি টাকা চাঁদা দাবি করা হয় বলেও রিফাতের বাবা সৌদি প্রবাসী শহীদুল ইসলাম মালু কালের কণ্ঠের কাছে রাতে অভিযোগ করেন। 

এ বিষয়ে পুরো ঘটনার বর্ণনা দিয়ে তিনি (মালু) পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগও (এজাহার) দায়ের করেন। এ ঘটনা নিয়ে গোটা জেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া রিফাতের বাবা সৌদি প্রবাসী শহীদুল ইসলাম মালু পুরো ঘটনার বর্ণনা দিয়ে কালের কণ্ঠকে বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ১৭/১৮ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল আমার লাউর ফতেপুরের বাড়িতে হানা দেয়। এসময় তারা আমার বাড়ির তিনটি গেট ভেঙে ঘরে ঢুকে। আমি দুর্বৃত্তদের আগমন টের পেয়ে নিজের জীবন বাঁচাতে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে সামান্য অদূরে থাকা পাশের জমিতে লুকিয়ে থাকি। তবে অন্ধকারের মধ্যে জমিতে লুকিয়ে থেকেও আমি প্রায় ঘণ্টা খানেক ধরে আমার বাড়িতে যে তাণ্ডব চালায় তা প্রত্যক্ষ করি।

শহীদুল ইসলাম মালু বলেন, ‘সংঘবদ্ধ ওই সশস্ত্র সন্ত্রাসীরা তখন নিজেদেরকে ‘ডিজিএফআই’ পরিচয় দিয়ে বাড়িতে আমাকে খুঁজতে থাকে। এসময় তারা আমার ঘরের ভেতর তছনছ করে স্ত্রীর কাছ থেকে আলমারীর চাবি নিয়ে ঘরে থাকা ২৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও আমার ছোট ছেলে রিফাতকে নিয়ে ঘর থেকে বের হয়।

এই ফাঁকে আমি জমিতে লুকিয়ে থাকা অবস্থায় নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক স্যারকে ফোন দিয়ে পুরো ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের সহযোগিতা চাই। ওসি স্যার তখন আমাকে বলেন, তিনি ছুটিতে আছেন। তবে পুলিশ পাঠাচ্ছেন।

এর আধা ঘণ্টার মধ্যেই থানা থেকে দুই দারোগা আবদুল মন্নাফ ও রাম কানাই সরকারের নেতৃত্বে ৭/৮ জন পুলিশ আমার বাড়িতে আসেন। কিন্তু দুঃখজনক হলো- আমি দেখলাম, পুলিশ এসে সন্ত্রাসীদের গ্রেপ্তারের বদলে পুলিশ সেসময় সন্ত্রাসীদের সঙ্গে অনেকক্ষণ ধরে শলা পরামর্শ করল। এ সময় আমার সামান্য দূরে থাকা দারোগা মন্নাফ সাহেবকে কমপক্ষে ২০ বার ফোন করি। কিন্তু তিনি আমার ফোন না ধরে সন্ত্রাসীদের সঙ্গে আলাপচারিতা করে যাচ্ছিলেন। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই নগদ টাকা, স্বর্ণ ও আমার ছেলেকে অপহরণ করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে আমার বাড়ি থেকে চলে যায়। এদের সঙ্গে সঙ্গে পুলিশও আমার বাড়ি থেকে চলে যায়।

ব্যবসায়ী মালু আরো বলেন, ‘এ ঘটনার ঠিক চার ঘণ্টা পর অপহরণকারীরা আমার ছেলের মুক্তিপণ হিসেবে আমার কাছে ফোন করে নগদ ৩ কোটি টাকা চাঁদা দাবি করে। 

পরদিন মঙ্গলবার আমি নবীনগর থানায় গিয়ে পুরো ঘটনার বর্ণনা দিয়ে লিখিতভাবে একটি অভিযোগ (এজাহার) দাখিল করি। ওই এজাহারে সন্ত্রাসীদের যে তিনজনকে আমি চিনেছি, তাদের তিনজনের  নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করেছি। ওই তিন আসামি হলেন লাউর ফতেপুর গ্রামের কামাল মিয়া ও কামাল খন্দকার এবং বাড়িখলা গ্রামের আবু কালাম আজাদ।

সৌদি প্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালু দুঃখ করে কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ আমার বাড়িতে আসার পরপরই যদি সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক না করে এদেরকে গ্রেপ্তার করতেন। তাহলে আমার ২৭ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা রাতেই ফেরত পেতাম। কিন্তু কেন পুলিশ উপস্থিত থেকেও আমার ছেলেকে অপহরণ করার সুযোগ করে দিলেন, আমি সেটিই বুঝলাম না।’ তবে ঘটনার ১৮ ঘণ্টার মধ্যে যৌথবাহিনী যেভাবে আমার ছেলেকে উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক সাংবাদিকদেরকে বলেন, ‘অপহরণ হওয়া যুবক রিফাতকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটকও করা হয়েছে। অভিযান অব্যাহত আছে, ঘটনাটির তদন্ত চলছে। আপনারা (সাংবাদিক) সহসা সবই জানতে পারবেন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

প্যান্টের ভেতর থেকে ফেনসিডিল বের করলেন যুবদল নেতা, অতঃপর...

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
প্যান্টের ভেতর থেকে ফেনসিডিল বের করলেন যুবদল নেতা, অতঃপর...
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও সদর পশ্চিম আকচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফয়সালের প্যান্টের ভেতর থেকে ফেনসিডিল বের করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ফয়সালের দাবি পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার প্যান্টের ভেতর ফেনসিডিল রেখে দিয়ে ভিডিও ধারণ করে তাকে  ফাঁসানো হয়েছে। 

ফয়সাল জানান, গত ২৫ মার্চ বালু উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওই দিন রাতে বাড়ি যাবার পথে আকচা এলাকায় স্বপ্ন জগতের মালিক সারোয়ার চৌধুরীর ছেলে সাঈদ চৌধুরীসহ কয়েকজন তাকে তুলে নিয়ে যায়।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা স্বপ্ন জগত নামে একটি পার্কের টর্চার সেলে নিয়ে নির্যাতনের পর পিস্তল ঠেকিয়ে ফেনসিডিল দিয়ে ফাঁসানো হয়। এই ঘটনা কাউকে জানালে ছেলেকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে। ঘটনাস্থলে সাঈদ চৌধুরীসহ অপরিচিত আরো বেশ কয়েকজন ছিল।

আরো পড়ুন
বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুপারিশ

বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুপারিশ

 

এ বিষয়ে সাঈদ চৌধুরীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নাই।

তবে তার বাবা সারোয়ার চৌধুরীর বলেন, পিস্তলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। নদীর পাড় থেকে বালু তোলাকে কেন্দ্র করে ওই এলাকায় বিএনপির ছেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যুবদল নেতা ফয়সাল নিজের প্রভাব খানোর জন্য বিভিন্ন কুৎসা রটাচ্ছে।

মন্তব্য

সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, ঝিকরগাছায় প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, ঝিকরগাছায় প্রতিবাদ
সংগৃহীত ছবি

দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান, কওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অব.) শফিউল আজম রুমি। এ সময় সম্পাদক মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেস ক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু, রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন
সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় জামালপুরের মেলান্দহ শিমুলতলা বিশ্বরোড মোড়ে আমার দেশ পত্রিকার পাঠকমেলা এই মানববন্ধন আয়োজন করে।

আমার দেশের মেলান্দহ প্রতিনিধি আবিদ মাহমুদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত আলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী।

মানববন্ধনে আরো বক্তব্য দেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, জেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সংবাদদাতা ফজলুল করিম, দৈনিক আজকের জামালপুরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি মিরাজুল ইসলাম, আমার দেশ পাঠকমেলার সভাপতি অনন্ত কুমার সরকার এবং জেলা সংবাদপত্র অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিলন খন্দকার প্রমুখ।

মন্তব্য

মাহমুদুর রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে সখীপুরে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাহমুদুর রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে সখীপুরে মানববন্ধন
সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার সখীপুর প্রতিনিধি আনোয়ার কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, ডিঅমস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শিহাবসহ সখীপুরে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মোস্তফা কামালকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সবাইকে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করারও অনুরোধ জানান তারা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ