বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিক্ষোভ-আন্দোলন যা-ই হোক, গুলি করে হত্যা চিরদিনের জন্য বন্ধ করতে হবে। শেখ হাসিনা পুলিশ দিয়ে, পুলিশের শটগান দিয়ে গুলি করে যেভাবে মানুষ হত্যা করেছে— এ দেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।
আরো পড়ুন
নবীনগরে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ভারত থেকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন মন্তব্য করে রিজভী বলেন, দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনার মতো বর্বর শাসক আর এ দেশে আনা যাবে না। কিন্তু আবারও শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভেতর নানা উসকানি দিচ্ছেন, ষড়যন্ত্র করছেন। তিনি জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। এ কারণে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এতে জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হবে।
সংস্কার চলমান প্রক্রিয়া।
এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন
বইমেলায় আফরোজা জাহানের সমকালীন উপন্যাস ‘ক্ষয়ে যাওয়া সময়’
বিএনপির এই নেতা বলেন, আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন- সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন। সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না? আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে পারব না, নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারব না? প্রশ্ন রাখেন তিনি।