বিপিএল

প্লে অফে রংপুরের শক্তি বাড়াতে রাসেলসহ ৩ বিধ্বংসী ব্যাটার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
প্লে অফে রংপুরের শক্তি বাড়াতে রাসেলসহ ৩ বিধ্বংসী ব্যাটার
আন্দ্রে রাসেল। ছবি : ক্রিকইনফো

চলতি বিপিএলে প্রথম ৮ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অপ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে শেষ ৪ ম্যাচ হেরে দলটিকে এখন খেলতে হচ্ছে এলিমিনেটরে। আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে হারলেই বাদ। এমন সমীকরণে রংপুর রাইডার্স শেষ সময়ে শক্তি বাড়াল নিজেদের স্কোয়াডে।

আরো পড়ুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে রাজশাহীর মালিক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে রাজশাহীর মালিক

 

পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ার পর রংপুর রাইডার্সে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণ করতে দলটি নিয়ে আসেছে ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলকে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। আজ সোমবার সকালেই তাদের বিমান ঢাকায় নামছে।

আরো পড়ুন
পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

 

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্লে অফের আগে বেশকিছু বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াবে প্লে অফ নিশ্চিত করা দলগুলো।

এর আগে নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। এরপরেই রংপুর রাইডার্স দলে নিল তিন বিদেশি তারকাকে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক ব্রুক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক ব্রুক
ছবি : এএফপি

নিকট ভবিষ্যতে তিনি কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড় তার কর্মভার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত সোমবার ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।

গত মাসে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করা ব্রুক ইংল্যান্ডের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নিয়মিত খেলোয়াড়।

তার এই ব্যস্ত সময়সূচিই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকার মূল কারণ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে খেলাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিছুদিন পেছনে রাখতে পারি। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য কিছু আর্থিক ক্ষতি মেনে নিতেও আমি প্রস্তুত।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রুক স্পষ্ট করেছেন, যদি বেছে নিতে হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অ্যাশেজ জয়কেই তিনি প্রাধান্য দেবেন। তার ভাষায়, অ্যাশেজ এখনও আমার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আঙিনা।

যদিও তিনি বিদেশি লিগে খেলবেন না, তবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল থেকে সরে আসার কারণে তাকে দুই বছরের জন্য এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।

মন্তব্য

৫ রানের রোমাঞ্চকর জয় গুলশানের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৫ রানের রোমাঞ্চকর জয় গুলশানের
শাইনপুকুরকে ৫ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

মিরপুরে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দশম রাউন্ডের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৭৮ রানের স্বল্প স্কোর ডিফেন্ড করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে অল আউট হয় গুলশান। দলের পক্ষে সাকিব শাহরিয়ার ৩৮ রান ও জাওয়াদ আবরার ৩৭ রান করে সর্বোচ্চ অবদান রাখেন। শাইনপুকুরের পক্ষে নিওন জামান ৩ উইকেট ও মোহাম্মদ রহিম আহমেদ ২ উইকেট শিকার করেন।

জবাবে শাইনপুকুর জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে ৪৩ ওভারে ১৭৩ রানে অল আউট হয়। শাহরিয়ার সাকিব ৪০ রান করেন। শরিফুল ইসলাম ২২ রানে অপরাজিত থাকলেও দল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। 

গুলশানের পক্ষে নিহাদ উজ জামান ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩টি করে উইকেট নেন।

মন্তব্য

অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের
ছবি : মীর ফরিদ

প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় আজ সকালে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ খেলা ছিল না দলটির। মিরপুরে অনুশীলনের কথা থাকলেও তাতে অংশ নেননি খেলোয়াড়রা। এবার বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন তারা।

অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দেন দলটির খেলোয়াড়রা। 

আরো পড়ুন
পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

 

পরে গণমাধ্যমের সামনে এসে দলটির ক্রিকেটার মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন,  ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না।

এজন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি, আমরা কাল ম্যাচও খেলব না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। পারিশ্রমিক এবার আমাদের খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।

‘সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।

এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।   

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।

ডিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে। অর্থাৎ এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের হুমকি দিল পারটেক্সের খেলোয়াড়রা।

মন্তব্য

আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : বিসিসিআই

আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় পাঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত রাতে পাঞ্জার বনাম চেন্নাই ম্যাচের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি ঘটে।

আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের অপরাধের সঠিক বিবরণ প্রকাশ না করলেও এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারসংক্রান্ত আর্টিকল ২.২-এর অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব কিংসের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রান এবং শশাঙ্ক সিং (৩৫ বলে ৫২*) ও মার্কো ইয়ানসেনের (১৯ বলে ৩৪*) ভর করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২১৯ রান তুলে ১৮ রানে জয় পায়। 

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস চার ম্যাচে তিনটিতে জয় পেলেও ফর্মে নেই ম্যাক্সওয়েল। 

পাঞ্জাবের পরবর্তী ম্যাচ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ