নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেট

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। বুধবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরো পড়ুন
যে তিনটি পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসীরা

যে তিনটি পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসীরা

 

বিএমজেপির প্রেসিডেন্ট বলেন, ‘২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাইনি।

বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘আজকে কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম।

আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। ৩ কোটির মতো মাইনরিটি (সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম।
আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।’

আরো পড়ুন
সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

 

জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। একাদশ সংসদ নির্বাচনে দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি।

পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, গণ অধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল; এতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০-এ।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে নানা কারণে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে গত মার্চে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। ২০ এপ্রিলের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সায়েন্সল্যাবে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সায়েন্সল্যাবে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্তিতি শান্ত করার চেষ্টা করছে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে।

তবে ঠিক কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিস্তারিত আসছে...

মন্তব্য

ঢাকার সড়কে গণপরিবহন কম, ভোগান্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার সড়কে গণপরিবহন কম, ভোগান্তি
ফাইল ছবি

পহেলা বৈশাখের এক দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস। ফলে সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের চাপ ছিল। তবে গণপরিবহন কম থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর নর্দা, নতুনবাজার ও বাড্ডা এলাকা ঘুরে দেখা যায়, বাস স্টপেজগুলোতে অফিসগামী মানুষের ভিড়। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকলেও যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা কম। কিছুক্ষণ পর পর বাস এলে এতে ঠেলাঠেলি করে উঠতে থাকেন যাত্রীরা। নির্ধারিত সময় অফিসে পৌঁছতে বাদুড়ঝোলা হয়ে বাসে চড়েন অনেকে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমন দৃশ্য পাল্টে যায়। 

আরো পড়ুন
নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ২৩১, নাইটক্লাবের বিরুদ্ধে মামলা

নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ২৩১, নাইটক্লাবের বিরুদ্ধে মামলা

 

এদিকে বাসে জায়গা না পেয়ে অনেককে সিএনজি ও মোটরসাইকেলে করে গন্তব্যে যেতে দেখা গেছে। 

যাত্রীরা বলছেন, সকাল থেকে বাসের সংখ্যা অনেক কম। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না।

আবার বাস পেলেও ঠেলাঠেলি করে উঠতে হচ্ছে। অনেক সময় জায়গা পাওয়া যায় না। আবার যারা বাসে উঠতে পারেননি তারা মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

 

মন্তব্য

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

আরো পড়ুন
২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঢাকার গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

 

এতে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ