রাষ্ট্র্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে : তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
রাষ্ট্র্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। রাষ্ট্র্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগাদা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল।

একমাত্র বিএনপিই পারবে জনগণের প্রত্যাশা অনুসারে দেশ গড়তে। সে জন্য আপনাদের (দলের নেতাকর্মীদের) জনগণের কাছে সেভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে। দেশের জনগণ এখন তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা কিভাবে কী করব, কিভাবে দেশকে সাজাব, সেটা মানুষ আমাদের কাছে জানতে চায়।

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের আজ পলাতক। তবে স্বৈরাচারের মাথাটা শুধু পালিয়েছে। অবশিষ্ট এখনো রয়ে গেছে। এরার বিভিন্নভাবে মাথাচাড়া দিতে যাচ্ছে।

এরা অবস্থান গোছানোর চেষ্টা করছে। চেষ্টা করছে দেশকে নিজেদের দখলে নিতে। দাবিদাওয়া নিয়ে তারা হাজির হচ্ছে।’

তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, ‘আমরা যদি শুধু নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার। আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে, সংসদের মেয়াদ কত দিন হবে; একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন বিভিন্ন বিষয় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম।

এগুলো নিয়ে আমরা মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। রাষ্ট্র্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনো ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। আমরা দেখেছি উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কোনো রকম জবাবদিহি ছিল না বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনসহ সব ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রকাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব। বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা এসব বিষয়ে একটা রূপরেখা দিয়েছি। সেখানে শিক্ষা, স্বাস্থ্যসহ সব বিষয়ে বলা আছে।’

তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আদর্শ থাকতে কিভাবে দেশের মানুষের ভালো করা যায়। ৭৫ সালে দেশ ভেঙে পড়ার পর মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। তখন দেখেছি, জিয়াউর রহমান কিভাবে দায়িত্ব নিয়ে দেশ গড়েছিলেন। স্বৈরাচার পতনের পর দেশ যখন ধ্বংসের দিকে যাচ্ছিল তখন কিভাবে খালেদা জিয়া গড়েছেন।’ গণতন্ত্রের পক্ষে প্রতিটি দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা হবে বলে তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। এ ছাড়া কেন্দ্র, জেলা ও উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতা এতে বক্তব্য দেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের
সংগৃহীত ছবি

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতৃবৃন্দ বলেছেন, চুরি, ডাকাতি, ছিনতাই, দখল-চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলার চরম অবনতিতে জানমাল ও সামাজিক নিরাপত্তাহীনতায় মানুষ দিশাহারা। সরকার সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমনের ক্ষেত্রে শুধু ব্যর্থই নয়, বরং সরকারের নির্বিকার, দায়িত্বহীন ভূমিকা এসব কাজকেই উৎসাহিত করছে। তাই দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিকল্প নেই।

বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন, মব সন্ত্রাসের মাধ্যমে নারীর ওপর সহিংসতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্বেষী উসকানিমূলক বক্তব্য নারীর ওপর সহিংসতাকে মদদ জোগাচ্ছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বরং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বর্বরোচিত হামলা করে অনেক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। এরপর মধ্যরাতে একদল মব সন্ত্রাসী সিপিবি নেতা লাকী আক্তারের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে।
কেননা লাকী আক্তার ধর্ষণের বিরুদ্ধে মশাল মিছিলে অংশ নিয়েছিল।

সাবেক ছাত্রনেতা লাকীসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী জনতাকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকারের উপদেষ্টারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলে বেড়াচ্ছেন, এসব মবকে কঠোর হস্তে দমন করা হবে। কিন্তু তাদের নাকের ডগাতেই এই মব সন্ত্রাস চলছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। দেশবাসী গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও ঘৃণাভরে লক্ষ্য করছে, পতিত ফ্যসিবাদী সরকারের মতো বর্তমান সরকারও ছাত্র, শ্রমিক, শিক্ষক, আদিবাসী, বিভিন্ন পেশাজীবীদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের পথে না হেঁটে এসব গণতান্ত্রিক আন্দোলন বল প্রয়োগ করে দমনের পথ বেছে নিয়েছে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য

আ. লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুলস্টপ : হাসনাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আ. লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুলস্টপ : হাসনাত
হাসনাত আব্দুল্লাহ।

নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত।

তিনি বলেন, “এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে।”

এনসিপির এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, “যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘ইফস’ এবং ‘বাটস’ নেই। বিচারের আগে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না।

আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে আর কোনো আলাপ নয়। ফুলস্টপ।”

মন্তব্য

গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান, ১১ জনকে দণ্ড

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার
গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান, ১১ জনকে দণ্ড
সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে হকার ও ভাসমান দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগ। গতকাল বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. এম মহিদুর রহমানের উপস্থিতিতে এ বিশেষ অভিযান হয়েছে। এ সময় ১১ হকারকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। 

বিষয়টি ডিএমপির ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক  চলাচলে বিঘ্ন ঘটছিল। এ বিশেষ অভিযান পরিচালনার কারণে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অভিযানে  ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ ও সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) উপস্থিত ছিলেন।

মন্তব্য

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রীর মৃত্যু
শায়লা কামাল

সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী শায়লা কামাল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ এ তথ্য জানান।

বুধবার সকাল ১১টায় ঢাকার গুলশানে আজাদ মসজিদে প্রথম জানাজা ও বাদ আসর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর ময়েজ মঞ্জিলে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ