খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত মঙ্গলবার রাত থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়।
এর আগে বুধবার রাত ৯টার দিকে অনশনরত গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এসময় তিনি অনশনরতদের তাদের অনশন ভাঙতে অনুরোধ করেন।
তিনি অনশনরত শিক্ষার্থীদের নিজেদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন।
ঢাবি প্রক্টরের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যে আলোচনা করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এর কিছু সময় পরেই জরুরি বিজ্ঞপ্তি দিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি মুহূর্তে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং ভিসি মাসুদ প্রকাশ্যে পদত্যাগ না করার ঘোষণা দেওয়ার পরেও তার বিরুদ্ধে সরকার কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।
এতে বলা হয়, গত ৫২ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে শিক্ষার্থীদের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের গদিই তাদের কাছে গুরুত্বপূর্ণ। অতএব, আমরা আমাদের জীবন বিপন্ন না করে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত গদিকে চ্যালেঞ্জ করব।
এই পরিস্থিতিতে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে এবং দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় শিক্ষা মন্ত্রণালয় বরাবর মার্চ করার ঘোষণা করছি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।