‘ধার-দেনা করে বড় বেটাডারে পাঠাই ছেলাম। ভাবছিলাম এরপর মাইজা বেটাডারে পাঠাব। তারপর তারা দুইজন মিলে ছোটডারে নিলে সবারই একটা পথ ধরাইতে পারতাম। বেটা তো অ্যাকসিডেন্ট করে মইরা গেল।
প্রবাসে ছেলের মৃত্যু, লাশ দেখতে মায়ের আর্তনাদ
রাজবাড়ী প্রতিনিধি

সোমবার (১০ মার্চ) নতুন ভিসার মেডিক্যাল করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান মাজেদ। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাহেন্দ্রপুর গ্রামের মাজেদ বিভিন্ন এনজিও ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা ধার করে গত বছরের জুন মাসে মালয়েশিয়া যান তিনি।
মাজেদের মা মাজেদা বেগম বলেন, ‘রবিবার সকাল ১১টার দিকে মাজেদের সঙ্গে আমার শেষ কথা হয়। ফোনে কথা বলার সময় আমাকে বলেছিল, আগামীকাল (সোমবার) মেডিক্যাল করাতে যাব।
তিনি আরো বলেন, ‘আমার ছেলেকে মালয়েশিয়া পাঠাতে সাড়ে ছয় লাখ টাকা দিতে হয়েছিল। এই সব টাকায় ঋণ করে আনা।
সরকারের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক, মাইক্রোফাইন্যান্স প্রগ্রাম (এমএফসি), ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), টিএমএস, ভিপিকে ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছি। সপ্তাহে প্রতিদিনই আমার কিস্তি দিতে হয়। এক সমিতি থেকে ঋণ এনে আরেক সমিতির কিস্তি দিই। ছেলেটা টাকা পাঠানো শুরু করেছিল। ছেলের লাশ আনার টাকাটাও আমাদের কাছে নেই। কিভাবে আনব। কার কাছে বলব।’
প্রতিবেশী বৃষ্টি খাতুন বলেন, ‘মাজেদের পরিবার অনেক ঋণগ্রস্ত। মালয়েশিয়ায় তার দেবর আবদুল মমিনের কাছেই থাকতেন মাজেদ।’
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ বলেন, ‘মরদেহ দেশে আনার বিষয়টি প্রবাসী মন্ত্রণালয় দেখে। আমরা আমাদের মতো সহযোগিতা করার চেষ্টা করব।’
সম্পর্কিত খবর

আশুলিয়া সাব রেজিস্টার অফিসে দুদকের অভিযান
সাভার (ঢাকা) প্রতিনিধি

দলিলে তথ্য গোপন করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা সাব রেজিস্টার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি, রেজিস্ট্রিকৃত দলিল যাচাইসহ সেবা গ্রহীতাদের সাথে কথা বলে নানা অনিয়মের সত্যতা পান। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল আশুলিয়া সাব রেজিস্টার অফিসে এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় দুদক কর্মকর্তারা আবাসিক স্থাপনাকে বাগান দেখিয়ে দলিলের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়ে সত্যতা পায়।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, দীর্ঘদিন ধরেই আশুলিয়া সাব রেজিস্টার অফিস আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। এর ধারাবাহিকতায় কিছু গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকাল থেকে আমরা এখানে অভিযান পরিচালনা করি।
দলিল যাচাই করতে গিয়ে আমরা অনেকগুলো অনিয়ম পেয়েছি।
তিনি আরও বলেন, আমাদের এনফোর্সমেন্ট একটি চলমান প্রক্রিয়া, প্রতিদিনের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হচ্ছে। কমিশন যখন যেখানে অভিযান পরিচালনার অনুমতি দেয় আমরা সেখানে অভিযান পরিচালনা করি।

রায়পুর সাব রেজিস্ট্রারকে সতর্ক করল দুদক
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অনিয়ম-হয়রানি বন্ধ করতে সাব রেজিস্ট্রার মোহাম্মদ ইউনুসকে সতর্ক করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের চাঁদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় দুদকের উপসহকারী পরিচালক তাফসির বিল্লাহ ও উপপরিদর্শক এমদাদুল হক উপস্থিত ছিলেন।
দুদক জানায়, সাব রেজিস্ট্রি কার্যালয়ে পদে পদে হয়রানি, ঘুষ বাণিজ্যসহ নানা অস্থিতিশীল পরিবেশের অভিযোগ ছিল দুদকের প্রধান কার্যালয়ে। অভিযোগের ভিত্তিতে দুদক রায়পুর সাব রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান পরিচালনা চালায়। গত দিনে দলিল ও নকল তুলে নিয়ে যাওয়া সেবাগ্রহিতারা ও কয়েকটি ডকুমেন্ট দুদক কর্মকর্তারা দেখেছেন। দলিলের সঙ্গে যেসব কাগজপত্র রয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হয়েছে।
সহকারী পরিচালক আজগর হোসেন বলেন, ‘অভিযানে একটি দলিলে রাজস্ব (খাজনা রশিদ) কপি ছিল না। ভুলবশত এটি হয়েছে বলে তারা জানিয়েছে। পরবর্তীতে যেন এ ধরনের ভুলভ্রান্তি না হয়, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রায়পুর উপজেলা সাব রেজিস্ট্রার মো. ইউনুস বলেন, ‘দুদক কয়েকটি দলিল যাচাই-বাছাই করেছেন। তারা সেবাগ্রহীতাদের সঙ্গেও মোবাইলফোনে কথা বলেছেন। সরকারি ফি প্রায় ২৫০০ টাকা।
প্রসঙ্গত, সম্প্রতি রায়পুর সাবরেজিস্ট্রার কার্যালয়ের ঝাড়ুদার সোহেলে চেয়ারে বসে টাকা গুণে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তার মাধ্যমেই ঘুষ লেনদেন হতো। পরে দুদকের অভিযানে ঘটনার প্রমাণ মিললে তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়।

দুদকের উপস্থিতি টের পেয়ে পালালেন জেলা রেজিস্ট্রার
বরিশাল অফিস

নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে বরিশাল সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।
এদিকে, দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নিজ কার্যালয় ত্যাগ করেন জেলা রেজিস্ট্রার মো. মোহছীন মিয়া।
জানা যায়, দলিল রেজিস্ট্রি করা, দলিলের সার্টিফাইড কপি (নকল) উত্তোলনের জন্য সরকার নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা গণমাধ্যমকে বলেন, বরিশাল সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাবেক সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, জেলা রেজিস্ট্রার মো. মোহছীন মিয়াসহ কর্মরত স্টাফরা সাধারণ গ্রাহকদের জিম্মি করে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এছাড়াও দলিল গ্রহণে সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায় করার মতো বিষয়ও রয়েছে। আদায়কৃত ওই টাকা পরবর্তীতে রেশিও হারে নিজেদের মাঝে বণ্টন করে থাকেন।
পাশাপাশি দুদক কর্মকর্তারা ৪টি দলিল পেয়েছেন যেখানে সরকারি রাজস্ব খাতে উৎস কর কম দেখিয়ে সেই অর্থ নিজেদের মাঝে বণ্টন করারও ঘটনাও ঘটিয়েছেন এই অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।
তিনি বলেন, শুধু অতিরিক্ত অর্থ আদায় নয়, নিষেধাজ্ঞা সত্তেও বরিশাল নগরের চর বদনা মৌজায় ২টি দলিলও রেজিস্ট্রি করা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা আরো বলেন, অভিযান পরিচালনাকালে আমরা যা পেয়েছি সে অনুযায়ী প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দেবো। তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

কুড়িগ্রাম
জাতীয় পার্টির নেতাকর্মীদের ‘গণপদত্যাগ’
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জাতীয় পার্টির (জাপা) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদত্যাগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ‘গণহারে’ পদত্যাগের ঘোষণা দেন জাপা নেতাকর্মীরা।
পদ ত্যাগীদের মধ্যে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আছেন। সংবাদ সম্মেলনে দলটির ৫০ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, ‘সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে।
এ সময় আরো বক্তব্য দেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, আজ থেকে জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে তাদের কোনো প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা নেই।