ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

আরো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আরো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সংগৃহীত ছবি

বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে আরো একটি নতুন রাজনৈতিক দল। ভাসানী অনুসারী পরিষদ থেকে রবিবার আত্মপ্রকাশ করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ নামের দলটি।

এদিন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হয়।

দুই পর্বের সম্মেলনের প্রথম পর্বে দলের আত্মপ্রকাশ, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আরো পড়ুন
নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি ৩ নির্দেশনা

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি ৩ নির্দেশনা

 

সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রফিকুল ইসলাম বাবুল এবং মহাসচিব হিসেবে আবু ইউসুফ সেলিম।

এ ছাড়া দলটির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে একজন চেয়ারম্যান, ২১ জন প্রেসিডিয়াম সদস্য, ১০ জন ভাইস চেয়ারম্যান, একজন মহাসচিব, পাঁচজন যুগ্ম মহাসচিব, আটজন সাংগঠনিক সম্পাদক, আটজন সহসাংগঠনিক সম্পাদক ছাড়াও রয়েছে বিভিন্ন সম্পাদকীয়, সহসম্পাদকীয় ও সদস্য পদ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

৩১ দফা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ আর ফিরবে না : এ্যানি (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩১ দফা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ আর ফিরবে না : এ্যানি (ভিডিওসহ)

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

বিস্তারিত ভিডিওতে...

মন্তব্য

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : দুলু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : দুলু
সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না।

’ 

বৃহস্পতিবার বিকেলে নাটোরের দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

আরো পড়ুন
এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তা ধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।

 

দুলু বলেন, ‘আমরা যখন আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা তুলে ধরার।’

অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে।’ 

দুলু আরো বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে।’

জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ
সংগৃহীত ছবি

গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় করিমগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে মধ্যবাজার ঘুরে উপজেলা ডাক বিভাগের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সমন্বকরা। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনের তাদের অর্জনকে ম্লান করেছেন।

সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামের এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতিরও সঙ্গেও সম্পৃক্ত। এই তানভীর এনসিপির নেতা। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাহলে অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে।

আরো পড়ুন
দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

 

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরই রুখে দিতে হবে।

এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ যে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এর চেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।’ 

তিনি আরো বলেন, ‘কিশোরগঞ্জ বাংলাদেশে অন্যতম কৃষি প্রধান জেলা। এখানকার মানুষের বেশির ভাগই কৃষক।

হাওর এলাকায় কৃষি আবাদ বেশি হয়। এখন ভরা মৌসুমে ধানের পর্যাপ্ত মূল্য না পেয়ে কৃষকরা হতাশ। ধান উৎপাদনের যে খরচ সেই তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান হওয়ার আশঙ্কা বেশি। তাই সরকারের উচিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। এখানে যেন মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।’ 

জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, করিমগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ আনাস মিয়া, করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে : রুমিন ফারহানা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে : রুমিন ফারহানা
ছবি : কালের কণ্ঠ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেও না।

 

দিনাজপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রুমিন ফারহানা এসব কথা বলেন। শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আরো পড়ুন
শুক্রবার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা, প্রার্থীদের জন্য ৬ নির্দেশনা

শুক্রবার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা, প্রার্থীদের জন্য ৬ নির্দেশনা

 

রুমিন ফারহানা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়।’

তিনি বলেন, বিএনপি সবচেয়ে নির্যাতিত দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে, এর পরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি।

বিএনপি জনগণের পালস বুঝে জনগণের রাজনীতি করে।

আরো পড়ুন
আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই : ইমান ইসমাইল

আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই : ইমান ইসমাইল

 

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং প্রশিক্ষক অধ্যাপক ডা. মওদুদ হোসেন পাভেল, অ্যাডভোকেট শারমিন ফারহানা পুতুলসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য দেন। 

এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির বিভিন্ন উপজেলার থেকে নেতাকর্মী এবং ১১টি অঙ্গ ইউনিট থেকে নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ