এবার শ্রীলঙ্কায় ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করল ওয়ালটন এসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এবার শ্রীলঙ্কায় ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করল ওয়ালটন এসি

এবার দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বাজারে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করল দেশের এক নম্বর এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। সেই সঙ্গে দেশটিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কমার্শিয়াল এসি রপ্তানি কার্যক্রম শুরু করেছে ওয়ালটন।

বিশ্বের সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ব্র্যান্ড নামে এসি রপ্তানি করল গ্লোবাল এই ইলেকট্রনিকস ব্র্যান্ড।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে ওয়ালটনের রেসিডেনশিয়াল এবং কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। ওয়ালটনের হাত ধরে বাংলাদেশ থেকে কমার্শিয়াল এসি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন এসি বিক্রয় এবং বিপণন কার্যক্রম পরিচালনা করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড।
 
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের উন্নত দেশগুলোতে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে ওয়ালটন এসি।

এরই ধারাবাহিকতা শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। শ্রীলঙ্কায় এয়ারকন্ডিশনারের এক বিশাল বাজার রয়েছে। দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি। ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগত মান, পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার অল্প সময়ের মধ্যেই শ্রীলঙ্কার ক্রেতাদের আস্থা জয় করে নিবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকাচারিং প্ল্যান্টে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেকসই পরিবেশবান্ধব বিদ্যুৎসাশ্রয়ী স্প্লিট, ক্যাসেট, সিলিং, চিলার ও ভিআরএফ এসি উৎপাদন করা হচ্ছে। এসব এসিতে আছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এ ছাড়াও আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির এসি। ওয়ালটনের ক্যাসেট টাইপ এসি ইন্টারনেট ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ওয়ালটন এসির কম্প্রেসারে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস।

আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

তিন যুগ পেরিয়ে ৩৭ বছরে শেল্টেক্

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তিন যুগ পেরিয়ে ৩৭ বছরে শেল্টেক্

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্টেক্ (প্রা.) লিমিটেড ৩৭ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় শেল্টেক্ আবাসন খাতের বাইরে সিরামিকস, কনসালটেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বহু ব্যবসায় যুক্ত হয়ে শক্তিশালী কনগ্লোমারেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের একনিষ্ঠ প্রচেষ্টা ও দূরদর্শিতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে আরো উন্নয়ন ও সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে শেল্টেক্। দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি জনমানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

 

শেল্টেক্ প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে, প্রয়াত ড. তৌফিক এম সেরাজ ও ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন উদ্দিন আহমেদের হাত ধরে। প্রতিষ্ঠাকালের পর থেকে আবাসিক, বাণিজ্যিক এবং মিশ্র-ব্যবহার প্রকল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে শেল্টেক্। মানসম্মত নির্মাণ, নির্ধারিত সময়ে হস্তান্তর এবং ক্লায়েন্ট-সন্তুষ্টির মাধ্যমে শেল্টেক্ বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে পথপ্রদর্শক  হিসেবে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে সক্রিয় অবদান রাখা ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি নানাবিধ জনকল্যাণকর কার্যসম্পাদনের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছে।

 

বর্ষপূর্তিতে বুধবার (১২ মার্চ) শেল্টেক্ টাওয়ারের ড. তৌফিক এম সেরাজ লাউঞ্জে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও শেল্টেক্-এর বিভিন্ন অঙ্গসংস্থানের সব সহযাত্রী।

মন্তব্য

ঈদের আগেই ঈদের খুশি, টিভি কিনলেই এসি ফ্রি!

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
ঈদের আগেই ঈদের খুশি, টিভি কিনলেই এসি ফ্রি!
সংগৃহীত ছবি

সনি স্মার্ট ঈদ মোবারক অফার! টিভি কিনেই বুঝে নিন, গরমের SMART সমাধান – এসি  - স্মার্ট টেবিল ফ্যান - এয়ার কুলার - ১৮০ দিন প্রিমিয়াম স্ট্রিমিং! (CHORKI, HOICHOI, T-SPORTS) একদম ফ্রি!
ঈদ মোবারক অফারে, ঈদের আগেই ঈদের খুশি।

সনি ব্রাভিয়া যেই মডেলর টিভি কিনলেই এসি ফ্রি সাথে আরো ১৮০ দিনের ফ্রি প্রিমিয়ান স্ট্রিমিং সার্ভিস - 
? 55" (K-55XR80) – ৳339,900 ? 65" (K-65XR80) – ৳449,900
? 65" (XR-65X90L) – ৳279,900 ? 75" (K-75S30) – ৳289,900
? 75" (K-75XR70) – ৳479,900 ? 85" (K-85S30) – ৳389,900
? 85" (K-85XR90) – ৳899,900 ? 85" (XR-85X95L) – ৳829,900

ঈদের খুশির এই অফারটি পাওয়া যাবে শুধু “সনি স্মার্ট” সাইনবোর্ড যুক্ত দেশের যেকোনো শোরুমে।
সনি স্মার্ট – বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর।


জি ফাইভ নিশ্চয়তায়, ১০০% জেনুইন পণ্য ও সেরা মূল্য পেতে ভিজিট করুন সনি স্মার্ট শোরুম।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন
সংগৃহীত ছবি

দেশব্যাপী সন্ত্রাস, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাগুরার শিশুকে ধর্ষণে অভিযুক্তর বিচার দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ বাংলায় ধর্ষকের কোন ঠাঁই হতে পারে না। ভয় থেকে নারী ও শিশুদের নিরাপত্তা দিয়ে, অস্থির পরিবেশ থেকে পরিত্রাণ দিতে হবে।

ফ্যাসিস্টের প্রেত্মাতারা এ ধরনের নিকৃষ্ট কাজের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার ঘৃণ চক্রান্ত করছে। তাই সরকারকে এসব অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। 

প্রথমত. ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, দ্বিতীয়ত, ধর্ষণ মামলার তদন্ত ৭ দিনের মধ্যে এবং ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, তৃতীয়ত.  ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং সরকারকে পরিবারের দায়-দায়িত্ব নিতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের এ আয়োজনে আইএসইউ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী পদযাত্রা করেন।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

রমজানে প্রবাসীদের টাকা পাঠানোর সহজ মাধ্যম ‘ট্যাপট্যাপ সেন্ড’

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
রমজানে প্রবাসীদের টাকা পাঠানোর সহজ মাধ্যম ‘ট্যাপট্যাপ সেন্ড’
সংগৃহীত ছবি

রমজান মাসে রোজা ও ঈদের জন্য প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে অধিক হারে অর্থ বা রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। দেশে এই অর্থ পাঠানোর জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ এখন প্রবাসীদের কাছে হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য মাধ্যম। দ্রুত, সহজে ও কোনো ট্রান্সফার ফি ছাড়া এই মানি ট্রান্সফার অ্যাপটির মাধ্যমে অর্থ পাঠানো যায়। তাই যাকাত ও সদকার মতো আর্থিক অনুদান পাঠানোর ক্ষেত্রে রমজান মাসে প্রবাসীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করে।

 

সেরা বিনিময় হার 
গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করে ট্যাপট্যাপ সেন্ড। অন্যান্য মানি ট্রান্সফার পরিষেবার তুলনায়, ট্যাপট্যাপ সেন্ড সেরা বিনিময় হার প্রদান করে। এছাড়া, এতে কোনো গোপন ফি না থাকায় প্রাপক সম্পূর্ণ পরিমাণ অর্থ পায়। ৫০ ডলার কিংবা ১,০০০ ডলার—যেকোনো পরিমাণ অর্থ ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠালে গ্রাহকরা ঠিক সমতুল্য টাকাই পাবেন।

নির্ভরযোগ্য ও ইউজার-ফ্রেন্ডলি 
গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয় ট্যাপট্যাপ সেন্ড। তাই প্রতিটি লেনদেনের সময় অর্থ প্রেরক এবং প্রাপক উভয়ের তথ্যই গোপন রাখা হয়। এছাড়া, ভুলবশত অর্থ লেনদেনের ক্ষেত্রেও অর্থ ফেরতের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। লাইসেন্সধারী এবং একটি বৈধ প্ল্যাটফর্ম হিসাবে, ট্যাপট্যাপ সেন্ড অর্থ প্রেরণের জন্য একটি বিশ্বস্ত মাধ্যম।

এছাড়া, ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস থাকায় বাংলাদেশি প্রবাসীরা এটি সহজে ব্যবহার করতে পারছেন।

দ্রুত লেনদেন
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর সাথে যুক্ত থাকায় ট্যাপট্যাপ সেন্ড ব্যবহারকারীরা দ্রুত টাকা পাঠাতে পারেন। পার্টনারশিপ ব্যাংকগুলো থেকে বিদেশ থেকে পাঠানো অর্থ দেশের গ্রাহকরা নগদে সংগ্রহ করতে পারেন। সরাসরি অর্থ পাওয়ার এই পদ্ধতিটি গ্রামাঞ্চলের পরিবারগুলোর জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ইউরোপের অনেক দেশে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি অ্যাক্সেসযোগ্য।

আর এই দেশগুলো থেকে বাংলাদেশেও প্রবাসীরা অর্থ পাঠাতে পারেন।

কোনও ট্রান্সফার ফি না থাকার সুবিধার পাশাপাশি ট্যাপট্যাপ সেন্ড যেমন নিরাপদ তেমনি সহজ। তাই রমজান মাসে প্রিয়জনের কাছে টাকা পাঠানো জন্য অ্যাপটি হয়ে উঠছে একটি সহজ সমাধান।  একইসাথে, এই অর্থ আদান-প্রদানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাদের প্রিয়জনদের সম্পর্ক হচ্ছে আরও দৃঢ় এবং সহজ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ