<p style="text-align:justify">দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। পরদিন শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। </p> <p style="text-align:justify">এদিকে গত শুক্রবারের চেয়ে তাপমাত্রার পারদ বেড়ে গেলেও সকাল থেকে অব্যাহত থাকতে দেখা গেছে কনকনে শীত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য দেখা দেওয়ার পাশাপাশি বেড়েছে সূর্যের তাপের তীব্রতা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657086-d04cb274a9e95afe6e0c997be424a80a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467741" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অন্যদিকে কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে রাত ও সকালে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা।  </p> <p style="text-align:justify">তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ রবিবার তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। তবে জানুয়ারিজুড়ে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।</p>