মোরেলগঞ্জে কমিউনিটি ক্লিনিকে তালা, সেবাবঞ্চিত স্থানীয়রা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
মোরেলগঞ্জে কমিউনিটি ক্লিনিকে তালা, সেবাবঞ্চিত স্থানীয়রা
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জের কমিউনিটি ক্লিনিকগুলোতে তালা ঝুলছে। এতে সেবাবঞ্চিত হচ্ছে স্থানীয়রা। সাত মাস ধরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতন বন্ধ থাকায় মাঠ পর্যায়ে প্রভাব পড়েছে বলে দাবি কর্মকর্তাদের। 

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ঘোষিত গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ১৯৯১ সাল থেকে সারা দেশে ইউনিয়নের গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়।

সে লক্ষ্যে এ উপজেলায় ৫৬টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হলেও ৫২টি ক্লিনিকে কর্মরত রয়েছে ৫২ জন সিএইচসিপি। ২০২৪ সালের জুলাই মাস থেকে প্রতিটি ক্লিনিকের সিএইচসিপিদের বেতন বন্ধ থাকায় নিস্ক্রীয় হয়ে পড়েছে ক্লিনিকগুলো। কোনো কোনো কেন্দ্র সপ্তাহে দু-চারদিন খুললেও অধিকাংশ ক্লিনিক প্রায় সময়ই বন্ধ থাকছে। দূরদূরান্ত থেকে সাধারণ রোগীরা সেবা নিতে এসে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া কমিউনিটি ক্লিনিক কেন্দ্রটি দুপুর ১২টা ৪৫ মিনিটে মূল ফটকে তালা ঝুলছে। সিএইচসিপি জামিল হোসাইন সকালে কিছু সময় খুলে রেখেছিলেন। স্থানীয়রা বলছে, ১টা বাজলেই বন্ধ হয়ে যায়। 
কিসমত জামুয়া কমিউনিটি ক্লিনিকে সকাল থেকেই তালাবদ্ধ ছিল।

দায়িত্বে থাকা সিএইচসিপি মিনারা খাতুন কেন্দ্রে অনুপস্থিত। শ্রেনিখালী আছিয়া খাতুন কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ। অনুরূপভাবে তালাবদ্ধ রয়েছে পুটিখালী ইউনিয়নের কেন্দ্রটিও। 

স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে দু-তিন দিন খোলা থাকলে সিএইচসিপি নিয়মিত থাকছেন না। দ্বায়িত্ব পালন করছেন অন্য ব্যক্তি।

হোগলাপাশা ইউনিয়নের গোবিন্দপুর কেন্দ্রটির চিত্র একই রকম। সিএইচসিপি কৌশিক সপ্তাহে দু-চার দিন কেন্দ্রে এলেও দুপুর সাড়ে ১২টার মধ্যে মূল ফটকে তালা মেরে চলে যান। 

নিশানবাড়ীয়ার বাদশারহাট কেন্দ্রটি দুপুর ১টায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কমিউনিটি ক্লিনিক সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। দুপুর ১টা বজলেই বন্ধ হয়ে যায় অধিকাংশ কেন্দ্র। 

এসব কমিউনিটি ক্লিনিকগুলো দেখভালের জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) দায়িত্বে থাকলেও তারা রয়েছেন নিস্ক্রীয়। এই কর্মকর্তারা কেন্দ্রগুলোতে দু-চার মাসেও পরিদর্শনে যান না। এ জন্য উপজেলার কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ।

গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কৌশিক কুমার, পাতাবাড়ীয়া কেন্দ্রের জামিল হোসেনসহ একাধিকরা বলেন, 'সাত মাস ধরে বেতন ভাতা বন্ধ। কিভাবে চলব, পরিবার পরিজন নিয়ে কষ্টে রয়েছি। তারপরও কেন্দ্রগুলো সচল রেখেছি। মাঝে মধ্যে দু-একদিন শারীরিক অসুস্থতা ও পারিবারিক কাজের জন্য বিশেষ কারণে নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লিনিক বন্ধ থাকতে পারে।'

কমিউনিটি ক্লিনিকের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. হেমায়েত হোসেন বলেন, ১৬টি ইউনিয়ন এবং ১টি পৌর সভায় ৫৬টি ক্লিনিকের জন্য মাঠ পর্যায়ে মাত্র দুজন কর্মকর্তা। যেখানে তিনজন স্বাস্থ্য পরিদর্শক এবং ১৩ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক থাকার কথা সেখানে রয়েছে মাত্র দুজন। জনবল সংকট থাকার কারণে প্রতিটি কেন্দ্র সুনির্দিষ্টভাবে খোঁজ খবর নেওয়া যাচ্ছে না। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো সকাল ৯টা-বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। যদি কোনো ক্লিনিক বন্ধ রাখা হয় এ বিষয় খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সাত মাস ধরে সিএইচসিপিদের বেতন বন্ধ থাকায় মাঠ পর্যায়ে কেন্দ্রগুলোতে কিছুটা প্রভাব পড়েছে। মানবিক কারণে এ সময়ে সিমপ্যাথি দেখানো হচ্ছে, তেমন চাপ প্রয়োগ করা যাচ্ছে না। বেতনের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় চার বাসিন্দা আহত হন। সোমবার (৩ মার্চ) রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গুলিবিদ্ধ স্থানীয় চার বাসিন্দা হলেন ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা দুই যুবককে আটক করে পিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। দুই যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এখনো ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য

মনু নদীতে ভেসে উঠল মায়ানমারের নারীর লাশ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
মনু নদীতে ভেসে উঠল মায়ানমারের নারীর লাশ
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উজান থেকে ভেসে আসা অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি মায়ানমারের নাগরিকের।

স্থানীয়রা জানান, লাশের পচন ধরায় মুখমন্ডলের মাংস খসে পড়ায় চেহারা স্পষ্ট হচ্ছে না।

চুল লম্বা থাকায় পরিচয় হচ্ছে লাশটি একজন নারীর। পরনে কামিজ ও গায়ে জিন্সের শার্ট পরিহিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরো বলেন, লাশের সঙ্গে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

মন্তব্য

ঈশ্বরদীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
ঈশ্বরদীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বাপ্পী মালিথা

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা নাম বাপ্পী মালিথা (২৮)। তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের দুবলাচরা গ্রামের মৃত চুনু মালিথার ছেলে।

এর আগে রবিবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুলাডুলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে কয়েকজনকে আহত করার ঘটনায় গত ১৯ আগস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়। তদন্তে আসামি বাপ্পী মালিথার সংশ্লিষ্টতা পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২০

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২০

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার ভোর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম এলাকায় পরিচালনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় দেড় শতাধিক ধারাল দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন সন্ত্রাসীসহ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ