টাঙ্গাইলে রডমিস্ত্রিকে জবাই করে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে রডমিস্ত্রিকে জবাই করে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে এক রডমিস্ত্রিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৮ বছর বয়সী ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

সদর থানার ওসি তানভীর আহমেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ কোনো প্রগ্রাম করলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিষিদ্ধ ছাত্রলীগ কোনো প্রগ্রাম করলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

 

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘কী কারণে, কারা তাকে হত্যা করেছে—এ বিষয়ে তদন্ত চলছে।

যারাই হত্যাকাণ্ড ঘটাক না কেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরো পড়ুন
৬ বছর পর ফিরলেন লাক্স তারকা সিফাত তাহসিন

৬ বছর পর ফিরলেন লাক্স তারকা সিফাত তাহসিন

 

তিনি আরো বলেন, ‘আজ শুক্রবার দুপুরে নিহতের পিতা সন্দেশ মিয়া অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করে মামলার তদন্ত করছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগের আরো ৩ নেতা গ্রেপ্তার

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম
আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম
শেয়ার
আওয়ামী লীগের আরো ৩ নেতা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের চিলমারীতে তিন আওয়ামী লীগ নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশাহেদ খান।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন রা‌নীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লী‌গের সহসভাপতি ও ওই ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস‌্য রায়হানুল ইসলাম বিজু (৫০) এবং থানাহাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস‌্য হাফিজুর রহমান (৩৭)।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

 

পু‌লিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ জোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তা‌দের জেলহাজ‌তে পাঠা‌নো হয়ে‌ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কাঁচাবাজার ও তেলের পাইকারি দোকানে অভিযান

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
কাঁচাবাজার ও তেলের পাইকারি দোকানে অভিযান
হিলিতে কাঁচাবাজার ও তেলের পাইকারি দোকানে অভিযান

দিনাজপুরের হিলিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর এলাকার বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ মার্চ) বিকেলে হিলি স্থলবন্দরের কাঁচাবাজার ও তেলের পাইকারি দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এ সময় ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়াসহ পুলিশের একটি টিম। এ সময় কাঁচাবাজারে বেগুন, লেবুসহ বিভিন্ন সবজি ও নিত্যপণ্যের দোকানে ক্রয় রশিদ খতিয়ে দেখা হয়।

আরো পড়ুন
নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে যা জানালেন নুর

নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে যা জানালেন নুর

 

অভিযানে কাউকে জরিমানা করা না হলেও ব্যবসায়ীদের ক্রয় রশিদ রাখা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সঙ্গে ব্যবসায়ীদের সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানান তিনি।

মন্তব্য

শ্রীমঙ্গলে ১৩ বছরে ৬৫২ বন্য প্রাণী উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
শ্রীমঙ্গলে ১৩ বছরে ৬৫২ বন্য প্রাণী উদ্ধার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের লাউয়াছড়া বনসহ বিভিন্ন এলাকার বন উজাড় হওয়ায় বন্য প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে এসে প্রতিনিয়ত মানুষের হাতে ধরা পড়ছে। এ ছাড়া গাড়িচাপা ও মানুষের হাতে মারা যাচ্ছে তারা।

বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে অক্ষত অবস্থায় প্রাণী উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়। ১৩ বছরে খাদ্য, পানি ও আবাসস্থল সংকটে বন ছেড়ে লোকালয়ে আসা ৬৫২টি বন্য প্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা গেছে, ১৯৬৫ সালে শ্রীমঙ্গল উপজেলার পশু প্রেমিক সিতেশ রঞ্জন দেব নিজ উদ্যোগে সদর ইউনিয়নের নেয়াগাঁও গ্রামে প্রতিষ্ঠা করেন বন্য প্রাণী আশ্রয়কেন্দ্র। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আশ্রয়কেন্দ্রটি ধ্বংসপ্রাপ্ত হয়। ১৯৭২ সালে শ্রীস চন্দ্র দেবের ছেলে সীতেশ রঞ্জন দেব তার আরকে মিশন রোডের বাসায় ক্ষুদ্র পরিসরে ফের চালু করেন আশ্রয়কেন্দ্রটি।

পরে রূপসপুর গ্রামে নিজের সাড়ে পাঁচ বিঘা জমির খামারবাড়িতে এটি স্থানান্তর করেন সীতেশ রঞ্জন দেব।

সরকারের অনুমোদন সাপেক্ষে যার নামকরণ করা হয় বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে বন ছেড়ে খাদ্য ও বাসস্থানের সন্ধানে লোকালয়ে আসা প্রাণীদের উদ্ধার করে নিবিড় পর্যবেক্ষণ, সেবা ও চিকিৎসা দিয়ে পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হয়। যে প্রাণীগুলো বনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না বা সুস্থ নয়, এমন প্রাণীদের এখানে রেখেই পরিচর্যা করা হচ্ছে বলে জানান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব।

বর্তমানে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে অর্ধশতাধিক বিপন্ন ও বিরল প্রজাতির প্রাণী রয়েছে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি জানান, এখানে উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে মেছো বিড়াল (যা মেছো বাঘ নামে পরিচিতি), ভল্লুক, উল্লুক, চশমা হনুমান, গাধা, লজ্জাবতী বানর, চিত্রা হরিণ, মায়া হরিণ, ইমু পাখি, গন্ধগোকুল, অজগর, শঙ্খিনীসহ বিভিন্ন প্রজাতির সাপ, সাধারণ প্রজাতির বানর, ধূসর বানর, সোনালি বিড়াল, বন বিড়াল, হিমালয়ান পাম সিভিট, হনুমান, বনরুই, গুইসাপ, বন্য শূকর, উড়ন্ত কাঁঠবিড়ালি, বোম্বেটিনকেট গ্লেইক, ধনেশ পাখি, কাছিম, পেঁচা, বাজপাখি, শকুন, ময়নাসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, ‘বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন থেকে অক্ষত অবস্থায় যেসব বন্য প্রাণী আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল সেসব জীবিত বন্য প্রাণীকে লাউয়াছড়া বনে অবমুক্ত করেছি এবং মৃত প্রাণীকে মাটি চাপা দিয়েছি।’

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, বিভিন্ন দিবসে বিভিন্ন দিনে বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বন্য প্রাণীগুলোকে বনে ফিরিয়ে দেওয়া হয়। ২০১২-২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৬৫২টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। অজগর সাপ ১৩১টি, লজ্জাবতী বানর ৪০টি, গন্ধগোকুল ৪৬টি, মেছো বিড়াল ৩৩টি, বানর ২৭টি, তক্ষক ১৭টি, সোনালি বিড়াল ৫টি, বনবিড়াল ৪৫টি, হিমালয়ান পাম সিভেট ১টি, কালনাগিন সাপ ৪টি, হনুমান ১টি, বনরুই ১টি, গুঁইসাপ ৪টি, বন্য শূকর ৩টি, উড়ন্ত কাঠবিড়ালী ৫টি, লেজহীন চিকা ১টি, বোম্বেটিনকেট স্নেক ১টি, ধনেশ পাখি ১টি, কাছিম ৩টি, পেঁচা ১৮টি, সবুজ বুড়াল সাপ ১৪টি, শঙ্খিনী সাপ ১২টি, ফনিমনসা সাপ ৮টি, বিভিন্ন প্রজাতির পাখি ১৩৯টি, শিয়াল ১টি ,পদ্মগোখরা সাপ ৩টি, হিমালয়ান ধূরা সাপ ৫১টি, দুধরাজ সাপ ২টি, দাঁড়াশ সাপ ৭টি, সবুজ বুড়াল সাপ (পিট ভাইপার সাপ) ৬টি, বাজপাখি ২টি, খইয়া গোখরা সাপ ২টি, সবুজ ফনিমনসা সাপ ৩টি, কোবরা (কালা খড়িশ) সাপ ১টি, বিরল লালডোর সাপ ১টি, আইডক্যাট স্নেক ৫টি, কালো বক ১টি, নিশি বক ১টি, রেসাস বানর ১টি, ঘর গিন্নি সাপ ৩টি, গ্রে কেট স্নেক ১টি, ক্যান্টরের (কুকরী সাপ) ১টি, মেটে সাপ ১টি বনে অবমুক্ত করা হয়েছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আহত বন্য প্রাণীকে সেবা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হয়। এখানে জন্ম নেওয়া প্রাণীগুলো এককভাবে জীবনযাপনে সক্ষম হলেই বনে ছেড়ে দেওয়া হয়। তবে বনে ছাড়ার পরও খাদ্য ও বাসস্থানের সংকটে অনেক প্রাণী আবার বনের বাইরে এসে ধরা পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা বেশি। তারা ফাউন্ডেশনে ঘুরতে এসে প্রাণীদের সম্পর্কে জানে।’

মন্তব্য

টাঙ্গাইলে শিক্ষা সফরগামী বাসে ডাকাতির ঘটনার আরো ২ জন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে শিক্ষা সফরগামী বাসে ডাকাতির ঘটনার আরো ২ জন গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইলে ঘাটাইলে শিক্ষা সফরগামী তিন বাসে ডাকাতির ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। সোমবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস বিফিং এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের শফিকুল ইসলাম শরিফ (১৯) ও রূপন চন্দ্র ভাট (২৪)। 

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‍‌‌‘এ ঘটনায় পুলিশ প্রথমে লুণ্ঠিত মালামালসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা স্থানীয় ডাকাত হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃতদের ভিকটিমের মাধ্যমে যাচাই করে এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সদরের বাসান এলাকা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত শফিকুল ইসলাম শরিফ ও রূপন চন্দ্র ভাটকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, ‘এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। অন্য চারজন বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত অন্য পাঁচজন গত শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে। তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে টাঙ্গাইলে আনা হবে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষা সফরের জন্য নাটোরের গ্রীন ভ্যালি পার্কের উদ্দেশে রওনা দিলে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাসগুলো থামায় একদল ডাকাত। পরে ডাকাত দলটি দেশীয় অস্ত্র নিয়ে ৩টি বাসের থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। পরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ