পটিয়ায় দ্রুতগতিতে এগিয়ে চলছে ১,২৯১ কোটি টাকার দুটি মেগা প্রকল্প

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পটিয়ায় দ্রুতগতিতে এগিয়ে চলছে ১,২৯১ কোটি টাকার দুটি মেগা প্রকল্প
ছবি: কালের কণ্ঠ

পটিয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প এবং শ্রীমাই খালে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ—এই দুটি মেগা প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাস্তবায়িত এই প্রকল্প দুটির মোট ব্যয় ধরা হয়েছে ১,২৯১ কোটি টাকা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পটিয়া উপজেলার কৃষি, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।

বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প: ১,১৫৮ কোটি ৩৬ লাখ টাকার এই প্রকল্পের আওতায় ৭টি ভাগে কাজ চলছে।

এর মধ্যে ফুট ওভার ব্রিজ নির্মাণ, সেচ অবকাঠামো, খাল পুনঃখনন, বেড়িবাঁধ নির্মাণ, নদীতীর সংরক্ষণ, ফ্লাড ওয়াল নির্মাণ এবং ভূমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত। ইতোমধ্যে ৩০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ২৬টি স্লুইস গেটের মধ্যে ২১টির কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধ নির্মাণের ২৫.৫১ কিলোমিটারের মধ্যে ১২.৫০ কিলোমিটার সম্পন্ন হয়েছে।
ফ্লাড ওয়াল নির্মাণের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে ভূমি অধিগ্রহণের কাজ মাত্র ১০ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পটিয়া উপজেলার ১১ হাজার একর জমিতে সেচ সুবিধা এবং ৩৪ হাজার একর জমি লবণাক্ততার হাত থেকে রক্ষা পাবে। এছাড়া জলাবদ্ধতা নিরসন ও ভাঙনরোধে উপজেলার ১২টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ উপকৃত হবে।

মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম: ১৩৩ কোটি টাকার এই প্রকল্পের কাজ ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়ার লক্ষ্য রয়েছে। শ্রীমাই খালে ৮৪ মিটার দৈর্ঘ্যের এই ড্যাম নির্মাণের মাধ্যমে পাহাড়ি ঢল ও বর্ষার পানি সংরক্ষণ করে ১,১০৮ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে। এছাড়া নদীতীর সংরক্ষণের মাধ্যমে ভাঙন রোধ করা যাবে। প্রকল্পটি ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টি এবং মৎস্য সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে।

পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, প্রকল্প দুটির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ৬৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হাইড্রোলিক এলিভেটর ড্যামের কাজও নির্ধারিত সময়ে শেষ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে পটিয়া উপজেলার কৃষি, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এছাড়া জলাবদ্ধতা নিরসন, ভাঙনরোধ ও সেচ সুবিধা প্রদানের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে।

মন্তব্য

শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা
শামীম ওসমান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ আরো ৪২ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরো দুই শ থেকে তিন শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশে মামলাটি থানায় রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সুনামগঞ্জের পার্বতীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদি হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটিকে মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদির ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

মন্তব্য
গ্যাসের লাইনে বিস্ফোরণ

স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সোহাগও

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সোহাগও
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ (২৩) নামের একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। 

তিনি বলেন, সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের  মাজেদুল ইসলামের ছেলে। একই ঘটনায় এর আগে সোহাগের স্ত্রী রূপালী, ১৮ মাস বয়সী মেয়ে সুমাইয়া মারা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সোমবার দিবাগত রাতে সোহাগ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ পর্যন্ত চারজন মারা গেছেন।

আরো চারজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আরও দুইজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

গত ৩ মার্চ গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসা বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রূপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)। এদের মধ্যে হান্নান, সুমাইয়া, রূপালি  ও সোহাগ মারা গেছেন। 

মন্তব্য

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ছুরিকাঘাতে’ আহত রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ছুরিকাঘাতে’ আহত রিকশাচালকের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মহানগর বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৪৮) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল।

এছাড়া তার মাথায় আঘাত ছিল। তাকে মারাত্মক আহত অবস্থায় রামেক হাসপাতালে আনা হয়েছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। আজ সন্ধ্যার পর তিনি মারা গেছেন।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, ‘সংঘর্ষে এ রকম কেউ আহত হয়েছিল বলে আমার জানা নেই। তিনি মারা গেছেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ মার্চ সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ। তখন ককটেল ফাটানো হয়, গুলিরও শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি গ্রুপ তাকে আরেক গ্রুপের লোক ভেবে ছুরিকাঘাত করে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরীর দড়িখড়বোনা মহল্লায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।

রিকশাচালক গোলাম হোসেন আহত হওয়ার ঘটনায় দুইদিন পরে গত ৯ মার্চ তার স্ত্রী পরীবানু নয়জনকে আসামি করে নগরীব বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। কিন্তু পুলিশ সেটি এজাহার হিসেবে গ্রহণ করেনি। 

নিহতের স্ত্রী পরিবানুর দেওয়া লিখিত অভিযোগটি কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে। এতে তিনি উল্লেখ করেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় তার স্বামী গোলাম হোসেন রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। কিন্তু তাকে ছুরিকাঘাত আহত করা হয়। হামলার সঙ্গে জড়িত রয়েছেন ৯ জন। 

এ প্রসঙ্গে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা ও সদস্য সচিব মামুনুর রশিদকে মোবাইলে ফোন করা হলে তারা ধরেননি।

মন্তব্য

বিউটি টোব্যাকো সিগারেট কম্পানিতে অভিযান, কারখানা সিলগালা

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শেয়ার
বিউটি টোব্যাকো সিগারেট কম্পানিতে অভিযান, কারখানা সিলগালা
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের শিবালয়ে বিউটি টোব্যাকো সিগারেট তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার শিবালয় নতুন পাড়ায় অবস্থিত কারখানায় জেলা প্রশাসনের ম্যাজিস্টেট, ভ্যাট অফিসের কর্মকর্তা, কাস্টমসের কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। 

সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগীতায় অভিযানে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকার সিগারেটে ব্যান্ডরোল নকল সন্দেহে জব্দ করা হয়। একই সাথে কম্পানির সিগারেট তৈরির ব্যবহৃত চারটি মেশিনসহ কারখানায় তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট সাথী দাস জানান, নকল ব্যান্ডরোল দিয়ে বিউটি টোব্যাকো কারখানায় সিগারেট বাজারজাত করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময়  ব্যান্ডরোল নকল সন্দেহে ৬৮ কার্টুন (প্রতি কার্টুনে এক হাজার প্যাকেটে সিগারেট) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে ৩৩ লাখ টাকা। পরবর্তী ব্যান্ডরোল আসল না নকল  পরীক্ষা করে সংশ্লিষ্টরা মামলা দায়ের করবেন।

সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম কর্মকর্তা মানিকগঞ্জের মো. মনিরুল ইসলাম জানান, বিউটি টোব্যাকো সিগারেট তৈরির চারটির মেশিনসহ কারখানাটি সিলগালা করা হয়েছে।

পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জের সিনিয়র কেমিস্ট একেএম সামিউল আলম কুরসি বলেন, কারখানায় সিগারেট তৈরির তামাক তৈরি ক্ষেত্রে পরিবেশের নিয়ম মেনে চলা হচ্ছে না। তামাকের ক্ষুদ্র কনাগুলো পরিবেশের ক্ষতি করছে।

বিউটি টোব্যাকো কম্পানি স্বত্বাধিকারী নাজমুন্নাহার লাকির মেয়ে নিশিতা নওরিন কাকলী কালের কণ্ঠে বলেন, আমাদের কারখানায় অভিযানে নকল কিছু পাইনি।

তারা সন্দেহ করেছে। আমাদের সব বিধি মোতাবেক ঠিকই আছে। একটি টোব্যাকো সিগারেট কম্পানির প্রতিনিধি অভিযানে এসেছিল। তার পরিচয় জানতে চাইলে সে পালিয়ে যায়। আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি, কারণ আমাদের কারখানা বন্ধ হলে তাদের ব্যবসায় লাভ হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ