বিএনপি নেতার বাড়ি থেকে ২৬ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাত

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
শেয়ার
বিএনপি নেতার বাড়ি থেকে ২৬ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাত
প্রতীকী ছবি

আনোয়ারা উপজেলায় বিএনপি নেতার ঘরে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কর্ণফুলী থানার পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন তাজউদ্দীন (৫০), আসিফ (২৫), জামাল (৩২)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর কান্তিরহাট এলাকায়।

আরো পড়ুন
৩ পুলিশ কর্মকর্তার সংযুক্তি বাতিল চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৩ পুলিশ কর্মকর্তার সংযুক্তি বাতিল চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 

বিষয়টি নিশ্চিত করে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহসিন বলেন, বিএনপি নেতার ঘরে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন
‘চাঁদা নিয়ে’ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগ

‘চাঁদা নিয়ে’ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগ

 

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর ৩ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর বাড়ি বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন বেলু (৫০) ঘর থেকে তিন লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ ২৬ লাখ ৬০ হাজার টাকার জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সাহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দ্গ্ধ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
সাহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দ্গ্ধ

চাঁদপুরে সাহরির খাবার গরম করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। রবিবার ভোররাত ৪টার দিকে জেলা শহরের কোড়ালিয়া এলাকার প্রয়াত রুস্তম আলীর বাড়ির চতুর্থ চলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- আব্দুর রহমান সর্দার ( ৬২) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৫০), তাদের ছেলে হোসেন সর্দার (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৮), ছেলে মহিন (১৫), আরেক ছেলে মিরাজ হোসেন (৩০) ও তার স্ত্রী নুসরাত জাহান নিভা (২৫)। পাশের আরেকটি কক্ষে নিরাপদে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ১২ বছরের শিশু মাহিমা। 

আরো পড়ুন
যাবজ্জীবন কারাদণ্ডে কাজ না হওয়ায় মৃত্যুদণ্ড, তবুও কেন থামছে না ধর্ষণ

যাবজ্জীবন কারাদণ্ডে কাজ না হওয়ায় মৃত্যুদণ্ড, তবুও কেন থামছে না ধর্ষণ

 

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান সুমন জানান, আহতদের হাত, পা ও মুখসহ শরীরের বিভিন্নস্থান জ্বলসে গেছে। এমন পরিস্থিতিতে ছয়জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পরে সকালে আরো দুজনকে সেখানে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জের আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

সিদ্ধিরগঞ্জের আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

 

বাড়ির মালিকের ছেলে জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ভোর রাতে সাহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গোটা ছয় তলা বাড়ি কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরো ৩টি কক্ষে আগুন লেগে যায়। এতে বিছানাপত্র এবং আসবাবপত্রের অংশ বিশেষ পুড়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল করা হয়। এর মধ্যে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আহত হোসেন সর্দার জানান, লাইনের গ্যাসের চুলা জ্বালাতে গিয়েই হঠাৎ এমন কাণ্ড। তার ধারণা, বাসার দরজা জানালা সব বন্ধ থাকায় গ্যাসের আগুনে এই দুর্ঘটনা ঘটেছে। 
 

মন্তব্য

টাঙ্গাইলে বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

কাজল আর্য, টাঙ্গাইল
কাজল আর্য, টাঙ্গাইল
শেয়ার
টাঙ্গাইলে বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

টাঙ্গাইলের কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্রের চাহিদা একসময় বেশ ছিল। বিলুপ্তির পথে জেলার প্রসিদ্ধ এই শিল্পটি। একসময় দেশে-বিদেশে এর সুখ্যাতি ছড়িয়ে ছিল। স্থানীয় প্রয়োজন মিটিয়ে রপ্তানি হতো।

বর্তমানে এই শিল্পের সঙ্গে জড়িতরা অন্য পেশায় চলে যাচ্ছেন।

আরো পড়ুন
ল্যানকার্ড-এর ব্যবহার

ল্যানকার্ড-এর ব্যবহার

 

জেলার মগড়া, কাগমারী, নারান্দিয়া ও সাকরাইলসহ কয়েকটি গ্রামে কাঁসা-পিতল শিল্পীরা তৈরি করেন নানা দ্রব্যাদি। একসময় গ্রামগুলোয় শত শত পরিবার কাঁসা ও পিতল শিল্পী ছিলেন। দিনরাত কাঁসা পেটানোর টুং টাং শব্দে গ্রামগুলো মুখর থাকত।

তাঁরা অত্যন্ত নিপুণ কৌশলে নিরলস শ্রম দিয়ে তৈরি করে থাকেন থালা, বাটি, কলসি, গ্লাস, জগ, দনা, ঘটি, বোল, খুন্তি, বাটি, পুতুল, ঝুনঝুনিসহ নানা জিনিসপত্র।

আরো পড়ুন
যাবজ্জীবন কারাদণ্ডে কাজ না হওয়ায় মৃত্যুদণ্ড, তবুও কেন থামছে না ধর্ষণ

যাবজ্জীবন কারাদণ্ডে কাজ না হওয়ায় মৃত্যুদণ্ড, তবুও কেন থামছে না ধর্ষণ

 

মগড়া ও দশকিয়া এলাকায় দেখা যায়, একসময় ১০৫/২০০টি পরিবার এবং কারখানায় পিতলের জিনিসপত্র তৈরি হতো। এখন এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৫/২০টিতে। এখানে শুধু পিতলের গামলাই তৈরি হয়।

সুদেব, মহাদেব, রনজিৎ, অমূল্য, তপন, স্বপন, সুব্রত, তাপস কর্মকার এই কাজের সঙ্গে যুক্ত আছেন। তবে মগড়া কাংস্যশিল্পের সুনাম ছিল এবং এখনো আছে। মগড়ায় পিতলের কাজের প্রাধান্য রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের ও মেলামাইনের তৈজসপত্রের যুগে এই শিল্পের চরম দুঃসময় চলছে। ফলে এতিহ্যবাহী এই লোকশিল্পটি আজ বিলুপ্তির পথে।

কাঁসার তৈরি জিনিসপত্রের দাম বর্তমানে এত বেশি যে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জের আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

সিদ্ধিরগঞ্জের আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

 

স্কুল শিক্ষিকা ও নারী সংগঠক সিমা কর্মকার কালের কণ্ঠকে বলেন, মগড়ার ঐতিহ্যের শিল্পটি আজ হারিয়ে যেতে বসেছে। এর মূল কারণ শিল্পীদের ন্যায্য মজুরি না পাওয়া এবং প্রয়োজনীয় পুঁজি না থাকা।

বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাস বেগম বলেন, সময়ের পরিবর্তনে এই শিল্প বিলুপ্তির পথে। কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আব্দুলাহ আল মামুন বলেন, এই পেশার সঙ্গে জড়িতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কিশোরগঞ্জের নিকলীতে প্রথম আলো পুড়িয়ে বিক্ষোভ

শেয়ার
কিশোরগঞ্জের নিকলীতে প্রথম আলো পুড়িয়ে বিক্ষোভ
সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে গত ৫ মার্চ প্রথম আলো পত্রিকায় অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলো পত্রিকার কপি পোড়ানো হয়।

শনিবার নিকলী নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রথম আলো পত্রিকা বয়কটের ডাক দিয়ে বলেন, প্রথম আলো পত্রিকা ফ্যাসিস্টদের এজেন্ট হিসেবে কাজ করে। 

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এপিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া বলেন, প্রথম আলো পত্রিকা পরিকল্পিতভাবে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে লিখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল ভাইকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করতেই বিরোধী শক্তির পক্ষ হয়ে প্রথম আলো মিথ্যা ও মনগড়া সংবাদ ছাপিয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রথম আলো তাদের লিখিত সংবাদ প্রত্যাহার না করলে নিকলীবাসী প্রথম আলো পত্রিকা পরিহার করবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, নিকলী উপজেলা বিএনপির সদস্য কামরুল হাসান, নিকলী উপজেলা বিএনপির সদস্য শামীম আল মামুন, নিকলী সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আহমেদ, নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান, নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, নিকলী উপজেলা তাঁতীদলের আহ্বায়ক স্বাধীন আহমেদ।

এর আগে বাজিতপুরেও মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে প্রথম আলো বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি।

মন্তব্য

এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে— বলেই ছুরিকাঘাত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে— বলেই ছুরিকাঘাত

বরগুনার বেতাগীতে চাঁদার দাবিতে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুই দুর্বৃত্ত। শুক্রবার রাত ৮টার দিকে কাজিরাবাদ গ্রামের সমীর সিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার শনিবার দুপুরে বেতাগী থানায় মামলা হয়েছে। 

ভুক্তভোগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ গ্রামের নরেন চন্দ্র গাইনের ছেলে কোয়েল কৃষ্ণ গাইন (৩০)।

অভিযুক্ত একই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সালেহ (৩০) এবং আব্দুল হামেদের ছেলে তামিম (২৫)। 

বেতাগী থানায় মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, কোয়েল কৃষ্ণ গাইনের কাছে আবু সালেহ এবং তামিম প্রথমে টাকা চান। কেন টাকা দিতে হবে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে’। এক পর্যায়ে আবু সালেহ ও তামিম চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় তারা উত্তেজিত হয়ে কোয়েলকে কিল ঘুষি মারেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা। 

মামলা বাদী ও কোয়েল গাইনের খালা শিল্পী রানী বলেন, বৃহস্পতিবার রাতে এমন ঘটনার পর আমার বোনের ছেলে কোয়েল রক্তাক্ত জখম অবস্থায় বাড়ির সামনে চিৎকার দেয়। আমরা দৌড়ে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করি।

ঘটনার সাথে জড়িত দুইজনকে আসামি করে শনিবার দুপুরে বেতাগী থানায় মামলা দায়ের করেন শিল্পী রানী।

এছাড়া মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামলার আসামিরা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের হুমকি-ধমকি, অত্যাচারে গ্রামের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা ষাটোর্ধ সমীর চন্দ্র সিকাদার। 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ