ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা সীমান্তের জিরো লাইনে পায়ে হেঁটে সীমান্ত পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ৫৮ বিজিবি এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্যান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, মানব পাচার রোধ, সীমান্তে হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করাসহ অন্যান্য সীমান্ত সর্ম্পকিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আরও জানা যায়, বৈঠকের সময় বিজিবি এবং বিএসএফ সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য প্রদর্শন করেন এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিত উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়েও একমত হন।
এ ধরনের সৌজন্যমুলক সাক্ষাৎ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সীমান্তবর্তী জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।
আলোচনা শেষে উভয় ব্যটালিয়ন কমান্ডার সীমান্ত পিলারের জিরো লাইন ধরে ২.৫ কিলোমাটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।