দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শেয়ার
দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু
রফিকুল ইসলাম

মানিকগঞ্জের ঘিওরে দায়িত্ব পালনকালে রফিকুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও দুই সন্তানের জনক।

থানা পুলিশ জানায়, রফিকুল ইসলাম রাত ৮টা থেকে থানায় দায়িত্ব পালন করছিলেন।

এসময় হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিল। হঠাৎই তার ডায়াবেটিস শূন্য হওয়ায় তিনি মারা যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাত ৮টা ১০টা পর্যন্ত থানায় দায়িত্ব পালনকালে ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে রফিকুল ইসলাম মারা যান। মৃত রফিকুল ইসলামের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হালদা নদীতে অভিযান, দুই যুবকের ইট পাটকেল নিক্ষেপ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
হালদা নদীতে অভিযান, দুই যুবকের ইট পাটকেল নিক্ষেপ
সংগৃহীত ছবি

হালদা নদীতে রামদাস মুন্সির হাট থেকে পেশকার হাট ও কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এতে আটককৃত প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল পুড়িয়ে নষ্ট করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর রাউজান ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সমন্বিত উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

এতে আইন অমান্য করে মাছ শিকারের প্রাক্কালে জসিম নামের একজনকে আটক করে মোবাইল কোর্টে ৩০০০ টাকা জরিমানা করা হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তারা জানান, নষ্টকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। 

তারা আরো জানান, উরকিরচরের সওদাগর পাড়ায় অভিযানকালে জাল উঠাতে গেলে স্পিডবোট লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুই যুবক।

বৃহস্পতিবার ইট পাটকেল নিক্ষেপকারী মো. আরাফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার শর্তে মুচলেকা দিয়েছেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে অভিযানকারীরা জানান। 
    

প্রাসঙ্গিক
মন্তব্য

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা সীমান্তের জিরো লাইনে পায়ে হেঁটে সীমান্ত পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ৫৮ বিজিবি এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্যান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, মানব পাচার রোধ, সীমান্তে হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করাসহ অন্যান্য সীমান্ত সর্ম্পকিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও জানা যায়, বৈঠকের সময় বিজিবি এবং বিএসএফ সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য প্রদর্শন করেন এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিত উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়েও একমত হন।

এ ধরনের সৌজন্যমুলক সাক্ষাৎ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সীমান্তবর্তী জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।

আলোচনা শেষে উভয় ব্যটালিয়ন কমান্ডার সীমান্ত পিলারের জিরো লাইন ধরে ২.৫ কিলোমাটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।

মন্তব্য

আছিয়ার বোনের শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
আছিয়ার বোনের শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
সংগৃহীত ছবি

শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।

এদিকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিহত শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর জানাজা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডীতে তাকে দাফন করা হয়।

এর আগে ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ মাগুরায় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

শিশু আছিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই মাগুরায় শুরু হয় ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছাত্র-জনতা শহরে একাধিক বিক্ষোভ মিছিল শেষে শহরের ভায়না এলাকায় সড়ক অবরোধ করে রাখে।

মৃত্যুর খবর শোনার পরপরই তার বাড়িতে ছুটে যান সর্বস্তরের জনগণ। ইফতারের পরপরই তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা স্টেডিয়ামে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নোমানী ময়দানে। সেখানে সন্ধ্যা ৭টায় জানাজা সম্পন্ন হয়।

জানাজায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্র-জনতা অংশ নেয়।

জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডী গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। এরপর জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
শেয়ার
টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেন টঙ্গী রেলওয়ে জংশনে সন্ধ্যা সোয়া ৬টায় পৌঁছে।

পরে ৫ মিনিট যাত্রা বিরতি দিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালের কণ্ঠকে এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাকি আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ