বরিশালে স্পিডবোটের-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে স্পিডবোটের-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু
সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মিরাজ ফকির (৩০)। তিনি মেহেন্দিগঞ্জের মিয়ার চর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে।

নিহত মিরাজ ফকিরের ভাই রবিউল ফকির জানান, সোমবার রাত ৮টার দিকে কালাবদর নদীর শ্রীপুর এলাকায় আরো কয়েকজন জেলের সঙ্গে মাছ ধরছিলেন মিরাজ ফকির। এ সময় মৎস‌্য বিভা‌গের একটি স্পিডবোট জেলেদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দিলে মিরাজ গুরুতর আহত হন। পরে অন্য জেলেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

আরো পড়ুন
টানা ৩ দিন রাতে তাপমাত্রা কমার আভাস

টানা ৩ দিন রাতে তাপমাত্রা কমার আভাস

 

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিসারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, ‘মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেছেন জেলেরা।

এ খবর পেয়ে মৎস্য বিভাগের ৮ সদস্যর একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। নদী থেকে জাল তোলার সময় ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা করে। এ সময় এক নৌকা এসে তাদের স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। তখন নৌকা থেকে একজন নদীতে পড়ে যান।
তাকে উদ্ধার করে জেলে নৌকায় দেওয়া হয়।’

মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক বলেন, ‘স্পিডবোট ও জেলে নৌকার সাথে সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ফরিদপুরে রেমন্ড শোরুমে আগুন, সাড়ে তিন কোটি টাকার ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে রেমন্ড শোরুমে আগুন, সাড়ে তিন কোটি টাকার ক্ষতি
সংগৃহীত ছবি

ফরিদপুর শহরে রেমন্ড শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং একটি অ্যাডভাইজার দল আজ সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে শহরের আলীমুজ্জামান বেইলি সেতুর পূর্বপাড়ে অবস্থিত তিনতলা ভবনবিশিষ্ট রূপসা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে এক পথচারী মার্কেটটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে জেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং একটি অ্যাডভাইজার দল ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সেই নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সেই নেতা গ্রেপ্তার

 

রেমন্ড শপের মালিক সুমন মুন্সি বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া ভবনটির নিচতলায় আছে ৯টি ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং তিনতলায় প্রগতি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়। রেমন্ড শপে আগুন নেভানোর সময় পানি ব্যবহার করায় ফরিদপুর পার্টস হাউস ও সাকিব টেলিকম নামের দুটি দোকানে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা।

আরো পড়ুন
তালাকনামা হাতে পেয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

তালাকনামা হাতে পেয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

 

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গৃহবধূকে বেঁধে মুখোশধারীদের ডাকাতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
গৃহবধূকে বেঁধে মুখোশধারীদের ডাকাতি
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাতে কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাচিনা গ্রামের ট্রাকচালক মো. ইব্রহিম মিয়ার বাড়িতে সোমবার রাতে তার স্ত্রী সখিনা আক্তার একাই ছিলেন। সেই রাতে তাকে বেঁধে গোয়ালঘরের চাবি চায় এক নারীসহ ৯ মুখোশধারী।

চাবি না দেওয়ায় ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও  টাকা লুটে নেয় তারা। 

আরো পড়ুন
বুধবার সারা দেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আহ্বান

বুধবার সারা দেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আহ্বান

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হুদা জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ, রিং ছুটে পথচারীর পা বিচ্ছিন্ন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ, রিং ছুটে পথচারীর পা বিচ্ছিন্ন
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বড়াইগ্রামে চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে চাকার সঙ্গে থাকা লোহার রিং ছিটকে পথচারীর পায়ে লাগে। এতে ওই পথচারীর ডান পা হাঁটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার ধানাইদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ওই পথচারীর নাম দুলাল প্রামাণিক (৪২)।

সে পাশ্ববর্তী লালপুর উপজেলা কদিমচিলান ডাঙ্গাপাড়া এলাকার তয়সল প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন ইটভাটার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় একটি ইটভাটায় কাজ সেরে দুলাল প্রামাণিক মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে সামনের বাম পাশের চাকা বিস্ফোরণ হয়।

এতে চাকার সঙ্গে থাকা লোহার রিং ছুটে গিয়ে দুলালের ডান পায়ের হাঁটুর নীচে লাগে। এতে তার পা প্রায় বিচ্ছিন্ন হয়ে সামান্য ঝুলে থাকে। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে।

ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিদেশি বিনিয়োগকারী

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিদেশি বিনিয়োগকারী
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। 

শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন।

খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন। পরিদর্শনের সময় সুইডিশ কম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

আরো পড়ুন
কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

 

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।

সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারা দেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন। চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।
 

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

আরো পড়ুন
দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম

 

তিনি আরও বলেন, এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন—‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ