প্রধান অতিথিকে বরণ করতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
প্রধান অতিথিকে বরণ করতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত গানিউল হক (৫০) নামের এক কর্মী মারা গেছেন। বুধবার (১২ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন মারা যান তিনি। 

গানিউল পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক মমিনের ছোট ভাই। আহতরা হলেন পাঁচন্দর ইউপির বিএনপির বর্তমান সভাপতি প্রভাষক মজিবুর রহমান, মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা ও লুৎফর রহমান।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের মাঠে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন উপস্থিত হন। প্রধান অতিথিকে বরণ করাকে কেন্দ্র করে কৃষ্ণপুর মোড়ে মজিবুরের সঙ্গে মমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

তারা আরো জানায়, মুজিবুর ও মোমিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় গ্রুপের পাচঁজন আহত হয়। এদের মধ্যে গানিউলকে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, প্রধান অতিথিকে কৃষ্ণপুর মোড় থেকে বরণ করে ইফতারের মঞ্চে নিয়ে আসাকে কেন্দ্র করে মজিবুর ও মমিনের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা খাতুন উপজেলার রতনপুর গ্রামের হামিদুল জোয়ার্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার রান্নাঘরে ইফতারের জন্য খাবার তৈরি করছিলেন রেশমা খাতুন।

সেই সময় তার দেবর নাহিদ জোর্য়াদ্দার পিছনে থেকে এসে কাঠের লাঠি রেশমার মাথায় আঘাত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘নাহিদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মন্তব্য

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে ও সাবেক এমপি গালিবুর রহমান শরীফের বোন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত ভোররাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম শহীদ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে তৎকালীন এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

এতে নজরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ পিটুনিতে আহত হন।

ওই মামলার তদন্তে গ্রেপ্তার আসামি মাহজেবিন শিরিন পিয়ার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য

খুলনায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরের কাঞ্চনপুরে এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ওমর আলী শেখ (৩০)। এ ছাড়া নগরীর দৌলতপুর থানাধীন নতুন রাস্তা এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. শফিক (৩০) নামের অপর একজন নিহত হয়েছেন। নিহত দুইজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত

মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত

 

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ওমর আলী শেখ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় কাঞ্চনপুরের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন
সাবেক বিজিবি প্রধান সাফিনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক বিজিবি প্রধান সাফিনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ওমর আলী কাঞ্চনপুর গ্রামের মো. মিজান শেখের পুত্র। 

এদিকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা মো. শফিক (৩০) আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের উদ্যোগ

চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের উদ্যোগ

 

নিহত শফিক খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার মো. খোকন শেখের পুত্র।

ময়নাতদন্তের জন্য লাশটি খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত
সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে জহুরুল ইসলাম (৩৮) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জহুরুল দিলপাশার ইউনিয়নের কাজীটোল কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার ও  হাটউধুনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আরো পড়ুন
দুই মামলায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দুই মামলায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

 

জানা যায়, প্রতিদিনের মতো জহুরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম হাট উধুনিয়া থেকে কর্মস্থল কাজীটোল কমিউনিটি ক্লিনিকের উদ্দেশে যাচ্ছিলেন।

পথিমধ্যে দিলপাশার রেলস্টেশনের পশ্চিমে রেললাইন পার হওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর ওঠেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তার মোটরসাইকেল।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ