র‍্যাবের অভিযানে আ.লীগ নেতার বাড়িতে মিলল বোমা-ককটেল

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
র‍্যাবের অভিযানে আ.লীগ নেতার বাড়িতে মিলল বোমা-ককটেল
ছবি: কালের কণ্ঠ

পাবনা সদর উপজেলার জালালপুরে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার বাসাবাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছেন র‍্যাব সদস্যরা। গতকাল বুধবার (১২ মার্চ ) বিকেল ৫টা থেকে থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তারা এসব উদ্ধার করেন।

ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার সালাম মেম্বারে বাড়িতে পাবনা র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

এ বিষয়ে পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোম উদ্ধার করা হয়েছে।

এছাড়াও পৃথক দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরো জানান, বুধবার বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মোক বোম উদ্ধার করা করে।

এ বিষয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে। 

স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক জানান, বাড়ির মালিক আব্দুস সালাম আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। 

এ অভিযান চলাকালীন সময়ে পাবনা র‍্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

থানায় নিয়ে ছাত্রদলের সেই বহিষ্কৃত নেতা শাওনকে নির্যাতনের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
থানায় নিয়ে ছাত্রদলের সেই বহিষ্কৃত নেতা শাওনকে নির্যাতনের অভিযোগ
সংগৃহীত ছবি

‘বল পুলিশ আমার বাপ। এই বলে মুখের ভেতর গোল আলু ঢুকিয়ে কয়েকজন মিলে বেদম মারধর। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে আবারও।

’ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত থানার একটি কক্ষে আটক রেখে এমন নির্যাতন চালানোর অভিযোগ করেন ছাত্রদল নেতা শাওন কাবী।

এর আগে ওই রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকা থেকে তাকে আটক করেন উপপরিদর্শক খোকন চন্দ্র দাশ। অভিযোগ ছিল, সড়কে একজন কনটেন্ট ক্রিয়েটর ও তার গাড়ির চালককে মারধর। তবে ওই সময় পুলিশ কাবী আটক করতে গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয়।

শাওন কাবীরের অভিযোগ, উপপরিদর্শক খোকন চন্দ্র দাশসহ আরো কয়েকজন পুলিশ সদস্য তার ওপর এমন নির্যাতন চালায়। এ সময় পা, ঊরু, হাতের আঙুল ও শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করা হয়।

আরো পড়ুন
দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

 

বর্তমানে শাওন কাবী চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে আজ দুপুরে দুটি মামলায় তার জামিন হয়।

শাওন কাবীর বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম তাকে নির্যাতন না করতে ওই উপপরিদর্শককে নির্দেশ দেন। কিন্তু তার পরও করে গালাগাল এবং শারীরিক নির্যাতন। তবে এ বিষয়ে অভিযুক্ত উপপরিদর্শক খোকন চন্দ্র দাশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নির্যাতনের বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, কোনো অবস্থায় যেন আটক ব্যক্তিকে মারধর করা না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার পরও কেন মারধর করা হলো, তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

 

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সত্যি যদি নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

খুলনায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাফিজুর রহমান মনি

নিজ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি বিরুদ্ধে। ধর্ষণের ঘটনাটি এক মাস আগের হলেও গতকাল বুধবার (১২ মার্চ) রাতে প্রকাশ্যে আসে। গত ১৯ ফেব্রুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ আদালতে মামলা করা হয়।

বিএনপি নেতা মনি দাবি করেছেন, পারিবারিক বিষয়ে মতবিরোধ ও বাদীর উশৃঙ্খল আচরণের কারণে শাসন করায় মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার সময় তিনি গোসল করার প্রস্তুতি নিলে বাড়িতে একা পেয়ে শয়নকক্ষে ঢুকে হাফিজুর রহমান মনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি বাধা দিলে আসামি ক্ষিপ্ত হয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় সাক্ষীরা চলে এলে মনি পালিয়ে যাওয়ার সময় তার স্বামী ও দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দেন।

আরো পড়ুন
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

 

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন ভদ্র মহিলা থানায় এসেছিলেন।

জানতে পেরে আত্মীয় স্বজনরা এসে তাকে থানা থেকে নিয়ে যান। এরপর কী হয়েছে জানি না।’

মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবা গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

 

পুলিশ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় এজাহারনামীয় আসামি ছিলেন নুরুন্নবী চৌধুরী খোকন।

এর পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ সাবেক উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

মন্তব্য

আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম
সংগৃহীত ছবি

কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। চার-চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৃথিবীই ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

আজ বিকেলে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা হয়।

পরে বাদ মাগরিব তার লাশ শ্রীপুর সোনাইকুণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন
'দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?'

‘দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?’

 

মাগুরায় আছিয়ার বাড়িসহ গোটা এলাকায় এখন মাতম। আছিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা ফেরদৌস শেখ কিছুই বলতে পারছেন না। বুক চাপড়ে কাঁদছেন আছিয়ার মা, ভাই বোনসহ অন্য স্বজন।

 
বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুরে জারিয়ায় আছিয়ার গ্রামে গিয়ে দেখা গেছে মৃত্যুর খবর শুনে সবাই ভিড় করছে ওই বাড়িতে। 

স্থানীয় সব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান পান্না খাতুন বলেন, ‘আমাদের একটাই দাবি, হিটু শেখসহ ৪ আসামির ফাঁসি। একই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রূপ কুমার বলেন, ‘আমরা শুধু ফাঁসি চাই না। এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় সেই দাবি সরকারের কাছে রাখছি।

এভাবে সবার মুখে একটাই দাবি ধর্ষকদের ফাঁসি। এ ছাড়া বিচার কার্যক্রম যেকোনো প্রকারেই বিলম্বিত না হয়। সেই একই দাবি সবার মুখে।

আরো পড়ুন
আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

 

এদিকে যে বাড়িতে আছিয়া নির্যাতনের শিকার হয়েছে সেই বাড়িটি এখন এলাকাবাসী ধর্ষক হিটু শেখের বাড়ি হিসাবে চিহ্নিত করেছে। এ বাড়িটিতে এখন কেউ নেই।

বাড়ির মালিক ধর্ষক হিটু শেখ,তার স্ত্রী জাবেদা বেগম, দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ সবাই কারাগারে।

বিকেলে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে বাদ মাগরিব তাকে শ্রীপুর সোনাইকুণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়। গোটা কবরস্থানের আশপাশে আছিয়ার স্বজনসহ গ্রামবাসীর কান্নার শব্দে ভারী হয়ে উঠে গোটা পরিবেশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ