<p>রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেল ৩টা থেকে চালু হয়ে রাত ৯.৪০টা পর্যন্ত চলাচল করবে। ফলে বন্ধের দিন মেট্রো রেল চলাচলের সময় বাড়ল।</p> <p>মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাছান মাহমুদ ও পরিবারের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737033315-3b962cff4829a5589cf80bbf4b90c64e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাছান মাহমুদ ও পরিবারের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/16/1469400" target="_blank"> </a></div> </div> <p>এতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন বিকেল ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।</p> <p>অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত : আসিফ নজরুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737032799-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত : আসিফ নজরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/16/1469398" target="_blank"> </a></div> </div> <p>আরো জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।</p> <p>মেট্রো রেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।</p>